You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতা আসর -১২
স্বপ্নের মাঝেই মৃত্যু আমার, স্বপ্নেরাও তাই মৃত,
ভাঙা খেলাঘর ছাড়ার বেলায় মন ছিল বিষণ্ণ ।
মৃত্যুর পরে সব মরে গেলেও ভালোবাসা মরে না
তোমার বিরহ মৃত্যুর পরেও, ভোলা তো গেলো না ।
সুখের মাঝেই দুঃখ আমার, দুঃখেরাও করে খেলা,
ভালোবাসায় ব্যর্থ আমি জীবন সাজের বেলা।
ভালোবাসার মানুষ ছেড়ে গেলেও ভালোবাসা হারায় না,
তোমার বিরহে জ্বলছে হৃদয় , জীবনে ছড়িয়েছে বেদনা।