You are viewing a single comment's thread from:
RE: টিভি সিরিজ রিভিউ: ম্যানিফেস্ট - গ্রাউন্ডেড ( পর্ব ২-সিজন ২)
আজকের পর্বটি আমার কাছে বেশি গোলমেলে মনে হয়নি, ভালোই ছিল গ্রাউন্ডেড পর্ব। জ্যাক বেচারা নিজের কাঁধে সমস্ত দোষ নিয়ে জেলে চলে গেছে। আবার TJ নামক আরেক ব্যাক্তির সন্ধান পাওয়া গেছে। সে মৃতদেহ কোনভাবে স্পর্শ করে এই ঝামেলার মধ্যে ফেসে যায়। যাক শেষ পর্যন্ত ছাড়া পেয়ে যায় লোকটা। এদিকে এথেনা প্লেনের যাত্রি না হয়েও অদ্ভুত শব্দ শুনতে পায়, এখানে তাকে স্টপ স্টপ বলা হচ্ছে। বেশ অদ্ভুত লেগেছে পুরো ব্যাপারটা।
দোয়া রইল পুরো পরিবারের জন্য 🥀