You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অনু কবিতার আসর-০৫

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ আমার পয়সার ক্ষুধা নেই
তবে আমার ক্ষুধা, অন্য জায়গায় ।
সেই ক্ষুধা আমি কাউকে
দেখাতেও পারি না ,
মুখ ফুটে বলতেও পারি না ,
শুধু যন্ত্রণায় ভুগি ও অনুভব করি ।
ভালোবাসা ও বিশ্বাস
একই সুতোয় গাঁথা
হয়তো আমি বড্ড তৃষ্ণার্ত
ও ক্ষুধার্ত সেই ভালোবাসায় ।।

আজ আমি ভালোবাসার ভিখারি
হৃদয়ের যাতনায়, ভালোবাসা খুঁজে ফিরি।
সেই ক্ষুধা আমি কাউকে
দেখাতেও পারি না ,
মুখ ফুটে বলতেও পারি না
শুধু চেয়ে থাকি ভালোবাসার উষ্ণতার খোঁজে।
তুমি আর তোমার মিষ্টি হাসি
বলতে পারো ভীষণ ভালোবাসি
হয়তো আমি বড্ড আনমনে
খুঁজি তোমায় আপনমনে।

Sort:  
 2 years ago 

মিষ্টি হাসির কারনেই বুঝি চিনির দাম দিন দিন বেড়ে চলছে হি হি হি

 2 years ago 

হা হা 😄
সত্যিই চিনির দাম বেশ বেড়ে যাচ্ছে, মিষ্টি হাসি এর একটা কারন হতে পারে 😄

 2 years ago 

আহা! এত কিছু থাকতে ভালোবাসার ক্ষুধায় ক্ষুধার্ত হয়ে গেলেন। এই ক্ষুধা তো সহজে মিটবার নয় হা হা হা।

 2 years ago 

হা হা 😄
ভালোই বলেছেন।।।

 2 years ago 

যথার্থ সংযোজন করেছেন ভাই । শুভেচ্ছা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.25
JST 0.038
BTC 95317.76
ETH 3302.38
USDT 1.00
SBD 3.31