ওমা গো এতো দামী ফোন তাও আবার নিজের ইনকামের টাকায়😍
ভীষণ ভাগ্যবতী আপনি আপু।
ঠিক বলেছেন অন্য কারো ফোন ব্যাবহার করে কাজ করা অনেক কঠিন ব্যাপার।
যাক দোয়া এবং শুভকামনা রইল।
আর ট্রিট দিতে হবে না হলে বদ দোয়া দিলে ফোন কিন্তু টিকবেনা 😃
এক সময় ডিসকর্ডে এসে টিপস্ দিয়ে যাবেন 😛
জি আলহামদুলিল্লাহ আমি ভাগ্যবতী।ফোন কিনেই তো ফকির।