You are viewing a single comment's thread from:
RE: এবিবি ফান প্রশ্ন- ৩২৭ | দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিভাবে নিয়ন্ত্রণে আনা যায়?
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিভাবে নিয়ন্ত্রণে আনা যায়?
প্রথমত বাজারে যেতে হবে মানিব্যাগ আর বাজারের ব্যাগ ছাড়া।
দ্বিতীয়ত দামী দ্রব্যকে এলার্জি আছে মনে করে এড়িয়ে চলা।
আর
তৃতীয়ত বাড়ির গিন্নিকে মাঝে মাঝে বাজার পর্যবেক্ষনে পাঠানো। এরপর তিনি বাসায় এসে যা রেঁধে খাওয়াবেন তাই সুখাদ্য হিসেবে গলাধঃকরণ করা।
কিছুদিন এভাবে চলতে পারলে শতভাগ নিশ্চিত থাকুন দ্রব্যমূল্য কমে যাবে। 🤪
মোবাইল টাও রেখে যেতে হবে ভাই। নয়তো বিকাশ নগদ উকি দিলে ঝামেলায় পড়বেন।
হা হা 😄
ঠিক বলেছেন।
ভাই আইডিয়া গুলা কই পান?🤣
হা হা হা 😄
তেমন কিছু না, হঠাৎ মাথায় এলো তাই লিখলাম 😂
বেশ ভালো বুদ্ধি বের করেছেন তো। বাজারের যা অবস্থা তাতে না জানি কবে এটার প্রয়োগ করতে হয়?
হা হা হা 😄
আসলে আমরা কেউ চাই না এগুলোর প্রয়োগ করতে কিন্তু পরিস্থিতি আসলে বেশ খারাপের দিকে। ধন্যবাদ ভাই।
চোখ কান পেট সব বন্ধ করে চলতে হবে। হাঃ হাঃ
হা হা 😄
দাদা ঠিক বলেছেন, এছাড়া আর উপায় নেই।