You are viewing a single comment's thread from:

RE: কবিতা "স্বপ্নের হাতে হাত রেখে হাঁটতে চাই"

in আমার বাংলা ব্লগ3 years ago

এটাই জীবন, ছুটে চলো, শুধুই এভাবে ছুটে চলো;
এক জন গেলে আরেক জন আসে,
ভালোবাসার পাত্র কখনো রিক্ত হয় না ।
জীবন কখনো থেমে থাকে না ।

সত্যিই তাই জীবন কখনোই থেমে থাকবেনা। তবে ছেলেটি বিশ্বাস করেছিল মেয়েটিকে কিন্তু মেয়েটি বুঝলো না এটাই আফসোস।
ছেলেটি তার সরল বিশ্বাসের উপর ভরে করে একদিন সঠিক মানুষ খুঁজে পাবেই এই কামনা করছি।
ভীষণ ভালো লাগলো চমৎকার কবিতাটি।
কবিতাটির সাথে বাস্তবতার চরম মিল খুঁজে পাওয়া যায়।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.23
JST 0.029
BTC 76142.79
ETH 1453.44
USDT 1.00
SBD 0.65