You are viewing a single comment's thread from:
RE: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ও ভারত-পাক যুদ্ধে বৃটেন, আমেরিকা এবং রাশিয়ার ভূমিকা
২৫শে মার্চের কালরাত্রি, ইতিহাসের অন্যতম ভয়ানক গণহত্যার সূচনা হয়েছিল পাক সামরিক জান্তার হাতে । "অপারেশন সার্চলাইট" নামের এই বিশেষ সামরিক অভিযান এর মূল উদ্দেশ্যই ছিল জেনোসাইড ।
যদিও আমরা যুদ্ধ দেখিনি, কিন্তু এই ভয়াল কালরাতের কথা শুনেছি অসংখ্য বার। যতবার শুনেছি ঘৃনায় আর রাগে মুখ কালো হয়ে গেছে। দাদা আপনি আরো বেশ কিছু যুদ্ধ আর ভয়ানক আরো কিছু কিছু বিবরণ দিলেন যা সত্যিই জানা ছিলোনা অনেক গুলো। দূরদান্ত এক পোষ্ট উপহার দিলেন ❣️