ভিডিওগ্রাফি: আমার ছোট্ট খামার। 🐓 || Videography of my little FARM.
:) আমার ভিডিওগ্রাফী :)
ছোট্ট খামার
ছোট্ট খামার
শুভরাত্রি আমার বাংলা ব্লগ পরিবার। সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। আজকে আমি একটি ভিডিওগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওগ্রাফির মূল বিষয়বস্তু হচ্ছে আমার ছাদের ছোট্ট খামার। আপনারা হয়তো অনেকেই জানেন আমার সাথে ছোট্ট একটি বাগান রয়েছে এবং সেখানে বিভিন্ন রকম গাছপালা লাগানোর চেষ্টা করি, সাম্প্রতিক সময়ে আমি বেশ কিছু পাখি লালন পালন করার চেষ্টা করছি। তার মধ্যে রয়েছে দেশি মুরগি, টাইগার মুরগি, কবুতর এবং কোয়েল পাখি। আমার দুটি দেশি মুরগি রয়েছে যারা প্রতিনিয়ত ডিম পাড়ে এবং আমাদের পরিবারের পুষ্টি চাহিদা পূরণ করে আসছে।
আমি প্রথমে কাঠ এবং নেট দিয়ে তিন থাক বিশিষ্ট একটি খাঁচা তৈরি করতে সক্ষম হই। এই খাঁচাটি তৈরি করতে আমার প্রায় ১০ দিনের মত সময়ে লেগেছে কারণ আমি অফিসের কাজের ফাঁকে ফাঁকে এবং মাঝে মাঝে রাতের বেলায় এসে কাজ করতাম। যাই হোক ঠিক ১০ দিন পর আমার খাচাটি পাখিগুলো রাখার উপযুক্ত হয়। প্রথমদিকে আমার শুধুমাত্র দুটো দেশি মুরগি এবং একটি টাইগার মুরগি ছিল সেগুলোকেই দুইটি কোপে রাখার চেষ্টা করি।
ঠিক মাঝখানের অংশে আমি আমার টাইগার মুরগীটিকে রেখেছি। আমি দুটো ছোট ছোট টাইগার মুরগির বাচ্চা এনেছিলাম কিন্তু দুঃখের বিষয় আমার একটি মুরগি প্রথম কয়েক দিনের মাথায় ঠান্ডা জনীত সমস্যা নিয়ে মারা যায়।
সত্যি তখন ভীষণ কষ্ট পেয়েছিলাম। যাই হোক আমার আর একটি মুরগি টিকে যায় এবং মাশাল্লাহ এখন অনেক বড় হয়ে গেছে, আর দেখতেও এটা বেশ সুন্দর। আপনারা বিশ্বাস করবেন কিনা জানিনা এই মুরগিটা আমি যদি খাঁচা থেকে ছেড়ে দিই সে প্রথমে আমার হাতের উপরে উঠে এবং এরপর সে আমার কাঁধের উপর উঠে যায়। আমি তাকে ভীষণ আদর করি।
আমার খাঁচার একদম উপরের অংশে রয়েছে কোয়েল পাখি। আমি বিগত সপ্তাহখানেক আগে প্রায় ১০ টি কোয়েল পাখি কিনে এনেছিলাম। এগুলোকে একটি বস্তা বিছিয়ে তার উপর তুষ দিয়ে দিয়েছে এবং এদের মাথার উপর একটি লাইটের ব্যবস্থা করে দিয়েছি।
আরো একটা মজার ব্যাপার হচ্ছে আমি কোয়েল পাখির খাঁচার ভিতর আরও একটি ছোট্ট ঘর তৈরি করে দিয়েছি। বর্তমানে যেহেতু শীতকাল চলছে তাই কিছু কোয়েল পাখি সেই ঘরের ভিতর থাকতে ভীষণ পছন্দ করে। এতে করে তাদের ঠান্ডাটা ও বেশ কম লাগে। যাই হোক আমি নিচে আমার পুরো খামারের একটি ভিডিও উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি সময় নিয়ে আমার এই ছোট্ট খামারের ভিডিওটি দেখবেন।
আশা করি আমার আজকের ভিডিওগ্রাফি এবং পুরো পোস্টটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত বিদায় নিলাম।
পরিশেষ
আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।
https://x.com/emranhasan1989/status/1879597563260830089?t=uOYfen8_8WbgnD-UDyPzkg&s=19
বাহ্ দারুন হয়েছে আপনার ছাদের ছোট্ট খামারটি। দেখে খুবই ভালো লাগলো। আমি জানি আপনি অনেক দিন ধরে ছাদ বাগান করেছেন। তবে আপনার ছাদের ছোট্ট তিন তালা বিশিষ্ট খামার অনেক চমৎকার হয়েছে। দেশি মুরগি, টাইগার মুরগি, কবুতর এবং কোয়েল পাখি হতে আপনি স্বাস্থ্যসম্মত ডিম এবং মাংস খেতে পারছেন, নিঃসন্দেহে ভালো উদ্যোগ ভাই। সম্পূর্ণ ভিডিও আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
আপনার ছাদে সবজি বাগান করেছেন সেটা দেখেছিলাম তবে এত চমৎকার একটা ছোট্ট খামার তৈরি করেছেন এটা দেখিনি। আজকে এটা জেনে খুবই ভালো লাগলো। ভিডিওগ্রাফিতে পুরোটা দেখলাম। আপনি তাদের খুব যত্ন সহকারে লালন পালন করছেন। আপনার উদ্দ্যেগ দেখে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে একটা চমৎকার ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপু।
ওরা একদমই আমার পরিবারের সদস্যদের মতো। সারাদিনে যখনই একটু সময় পাই চেষ্টা করি তাদের একটু কাছাকাছি থাকার। ওরা বেড়ে উঠেছে চোখের সামনে। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য।
আপনার ছাদের খামারটি দারুন ছিল ভাই। ভিডিওগ্রাফিটি দেখে অনেক ভালো লাগলো।শখের বসে শহরে অনেকেই এই ধরনের ছোট্ট খামারগুলো করছে। আপনার খামারটি দেখে মনে হচ্ছিল আমিও ছাদে এই ধরনের একটি উদ্যোগ নিয়ে ফেলি।তবে আমার কিছু পাখি আছে।ধন্যবাদ ভাই দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপু চাইলে করতে পারেন, এভাবে কিছু পাখি পালন করতে পারলে সত্যিই ভীষণ ভালো লাগে।