গল্প: নীলাভ প্রেম। || Story: Blue Love. 💙 ( Part-3)

in আমার বাংলা ব্লগ3 days ago

গল্প: নীলাভ প্রেম 💙

Pink White Pastel Cute Love Illustration Creative Portfolio Presentation _20250117_004810_0000.jpg

ছবিটি কেনভা দিয়ে তৈরি

প্রথম পর্ব এখানে
দ্বিতীয় পর্ব এখানে

অদ্ভুত ব্যাপার মেয়েটা সোনমের সামনে থেকে সরে গেলেও ঠিক পাশের সিঁড়ির ছাদের ধার ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে। আর মাঝে মাঝেই সোনমের দিকে তাকাচ্ছে। তবে একটা ব্যাপার সোনমকে মানতেই হচ্ছে, মেয়েটা অদ্ভুত সুন্দর। যেমন তার টানা টানা চোখ, তেমনি দেখতে মেয়েটা বড্ড মিষ্টি। একবার তার দিকে তাকালে, প্রেমে পরে যাওয়ার ভয় থাকে। কি একটা অবস্থা সোনম কি সব ভাবছে, হঠাৎ করেই কোন এক মেয়েকে নিয়ে সে ভেবে চলেছে, ভাবতেই অবাক লাগছে। যাইহোক মেয়েটার সাহস আছে বলতে হবে, দূর থেকে মাঝে মাঝেই সোনমের দিকে তাকিয়ে চলেছে। যাইহোক মাথা থেকে ব্যাপারটা ঝেড়ে ফেলতে চাইছে সোনম, দ্রুত ছাদ থেকে নেমে চলে যায় পুকুর পাড়ের দিকে।

সোনমরা আবাসিক এলাকায় বসবাস করে এবং ভেতরে বেশ বড় একটা পুকুর রয়েছে। সোনম সুযোগ পেলেই পুকুরে নেমে যায় সাঁতার কাটতে। সোনম প্রায় ঘন্টা দুয়েক পুকুরে বন্ধুদের নিয়ে পানিতে সাঁতার কেটেছে আর আনন্দ করেছে। এরপর দুপুরের খাবার খেয়ে হালকা ঘুম, এরপর আবারো খেলতে যাবার আগে এক ঝলক ছাদে যেতেই হবে। কারন ছাদে না গেলে যে মন ভালো থাকে না। এটা তার বহু পুরনো অভ্যাস। ছাদে উঠেই মাথা নষ্ট মেয়েটা অন্য ছাদে দাঁড়িয়ে রয়েছে, অবাক ব্যাপার। একি জীন না পরী দিনরাত সবসময়ই কি ছাদে থাকে নাকি। আবার তাকিয়ে রয়েছে ফ্যালফ্যাল করে, শান্তি আর রইলো না সোনমের। কেউ দূর থেকে তাকে ফলো করছে ব্যাপারটা ভীষণ বিরক্তিকর।

যাইহোক বিকেলের দিকে মাঠে চলে যায় সোনম, তার মন ভালো রাখার একমাত্র উপায় হলো মাঠে গিয়ে খেলাধুলা করা। যাইহোক যথারীতি বাসায় ফিরে টিভি দেখতে বসে যায় সোনম, টিভিতে বেশ চমৎকার একটি মুভি দেখে শুয়ে গেছে সোনম। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো আজকে এতো সহজে আর ঘুম আসতে চাইছে না। বারবার ঐ মেয়েটার ছবি চোখের সামনে ভেসে উঠছে। কি একটা অদ্ভুত সমস্যায় পরেছে সোনম, না এরকম অনূভুতি কখনো হয়নি তার। তাহলে এটা কিসের লক্ষণ আর কেনই বা তার এতটা অস্বস্তি হচ্ছে ?

তৃতীয় দিন সোনম ছাদে উঠে তার বসার জায়গায় বসতে যাবে ঠিক তখনই মনে হলো সেখানে লাল রঙের কিছু দিয়ে অনেক কিছু লিখা।।।।

"চলবে"



First_Memecoin_From_Steemit_Platform.png



Black and White Modern Company Presentation (1).gif

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Sort:  
 2 days ago 

PUSS Task এর স্ক্রিন শটগুলো শেয়ার করা হয় নাই, পরবর্তীতে এগুলো না পেলে কিউরেশন হবে না।

 2 days ago 

ধন্যবাদ আপনাকে।
এখন চেক করুন। আসলে গতকাল শরীর খারাপ থাকায় খুব কষ্ট করে পোস্ট লিখার কাজটি করতে পেরেছিলাম।

 2 days ago 
Screenshot_2025-01-24-11-14-14-04_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpgScreenshot_2025-01-24-11-13-13-96_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpgScreenshot_2025-01-24-11-12-30-68_6604d2525654b46e33aa2968a0a78870.jpgScreenshot_2025-01-24-11-09-34-63_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg
 2 days ago 

ভাইয়া আপনি খুব সুন্দর একটি গল্প লিখেছেন। সোনমের মনে প্রেমের ছোঁয়া লেগেছে। তাইতো সে বারবার ছাদে ছুটে যায় আর মেয়েটির দিকে অপলক তাকিয়ে থাকে। যখন কেউ প্রেমে পড়ে তখনই তাকে দেখলে আরও দেখতে ইচ্ছে করে। সোনমের ক্ষেত্রেও তাই হয়েছে। সোনমের তো দেখছি মেয়েটির চিন্তায় ঘুম উধাও হয়ে গিয়েছে। দেখা যাক পরবর্তী পর্বে কি হয়।

 2 days ago 

ধন্যবাদ আপু, আমার গল্পটা পড়ে চমৎকার মন্তব্য করার জন্য। ভালো থাকবেন সবসময়।

 yesterday 

বারবার ঐ মেয়েটার ছবি চোখের সামনে ভেসে উঠছে

যাকে পাওা দিচ্ছে না সোনম আবার তার কথা ভেবেই তার ঘুম আসছে না। ব‍্যাপার টা বেশ অন‍্যরকম হা হা। কিছু একটা যেন হতে গিয়েও হচ্ছে না এই দুজনের মধ্যে। পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় থাকলাম ভাই।

 18 hours ago 

এটাই তো ব্যাপার।
পরের পর্বে অনেককিছুই পরিষ্কার হয়ে যাবে।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.25
JST 0.038
BTC 105080.84
ETH 3340.47
SBD 4.09