সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা।|| Eid Brings Happiness 🌙

in আমার বাংলা ব্লগ8 months ago
সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা

সংগ্রহশালা

আসসালামুয়ালাইকুম!
ঈদ মোবারক 🌙

প্রিয় সহকর্মী বৃন্দ সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। সবার হৃদয়ে ঈদের আনন্দ ছড়িয়ে যাক অনাবিল বিশুদ্ধতায়। আর ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আপনার জীবন। ভোগের মাঝে আনন্দ নেই ত্যাগের মাঝেই পাওয়া যায় বিশুদ্ধ আনন্দ। বিশুদ্ধ আনন্দ কথাটা এজন্য বললাম কারন স্বার্থপরতার এই যুগে আনন্দ গুলো আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে। যাইহোক আজ আনন্দের দিনে সেদিকে আর গেলাম না।

আজ খুব সকালে ঘুম থেকে উঠলাম কারন সকাল সাড়ে সাতটার ঈদের জামাত ছিল। সকাল সকাল বাবাকে নিয়ে চলে গেলাম ঈদগাহ ময়দানে, তবে তার আগে বাবা আমাদের কোরবানির পশু সাধুকে গোসল করিয়েছে। হা হা সাধু হলো আমাদের কোরবানির খাসি নাম, যার নামকরণ করেছে আমার মেয়ে ইলমা। ☺️ খাসি কেনার গল্পটা গতকাল লিখেছিলাম।

যাইহোক নামাজ শেষে দ্রুত বাসায় এসে কোরবানির জন্য বাইরে বেরিয়ে এলাম। তবে আজকে একটু ব্যাতিক্রম হলো, বাবা রোজা রেখেছিলেন তাই কোন খাবার খাননি। আমিও তার সাথে সাথে কোন খাবার খাইনি। আর কোরবানিটা বাবার নামে দিচ্ছি। সবমিলিয়ে কেমন একটা দারুন অনুভুতি কাজ করছিলো। এদিকে কোরবানি দেয়া হচ্ছে দুই ধরনের এক খাসি বাবার নামে আর গরু শরিকের মাধ্যমে যা মায়ের নামে দেয়া হচ্ছে।

কসাই আগে থেকেই রেডি ছিল। দ্রুত হুজুর ডেকে আমাদের কোরবানির পশু জবাই করা হলো। আসলে সবকিছু সৃষ্টিকর্তার নৈকট্য লাভের আশায় তাই ভীষণ ভালো অনুভূতি কাজ করছিল। আমি বরাবরই কসাইয়ের সাথে বিভিন্নভাবে কাজে সহযোগিতা করার চেষ্টা করি। যদিও আমি এটাতে তেমন দক্ষ না, কিন্তু তবুও চেষ্টা করি সহযোগিতা করার। আর ভাগ বাটোয়ারা করার সময় আমি মূল দায়িত্ব পালন করি। যাইহোক আমার খাসির মাংস খুব দ্রুত প্রস্তুত হয়ে গেছে, তবে গরু প্রস্তুত করতে বেশ সময় লেগেছে। এরপর ভাগ বাটোয়ারা করে দিলাম। এক ভাগ গরিব মানুষের, একভাগ আত্মীয় স্বজনদের এবং এক ভাগ আমাদের জন্য রাখলাম। এরপর যখন কিছু মানুষের মাঝে কোরবানির মাংস বন্টন করছিলাম সত্যিই এতটা ভালো লাগা কাজ করছিল তা বলে বোঝাতে পারবো না। বিশেষ করে সামান্য মাংস পেয়েও তারা কতটা খুশি হতে পারে তা তাদের মুখগুলো না দেখলে হয়তো সত্যিই বিশ্বাস করা যেতো না।
এরপর দারোয়ান চাচাদের কিছুটা মাংস দিলাম, কারন তারা সাধুর দেখভাল করেছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটা দেখেছেন।

অবশেষে বিকেল সাড়ে চারটার দিকে কিছুটা সময় পেলাম এবং খাবার খেলাম। এরপর কখন যে ঘুমিয়ে পড়লাম ক্লান্তিতে বুঝতেই পারলাম না। এরপর কিছু আত্মীয় স্বজনের সাথে মোবাইল ফোনে ঈদের শুভেচ্ছা জানালাম। মোটামুটি এভাবেই ঈদের দিনটি কেটেছে। তবে আগামীকাল আমাদের গ্রামের বাড়িতে যাবার সিদ্ধান্ত নিয়েছি, কারন আমার চাচাদের জন্য কিছু ঈদ উপহার বিতরণ করবো। যাইহোক পরবর্তী সময়ে সবকিছু আপনাদের মাঝে শেয়ার করবো। আজ এই পর্যন্তই। সবাই খুব ভালোভাবে ঈদ উদযাপন করুন এই কামনা করছি। শুভ রাত্রি।



Black and White Modern Company Presentation (1).gif

banner-abbVD.png

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Posted using SteemPro Mobile

Sort:  
 8 months ago (edited)

আপনাকেও ঈদের শুভেচ্ছা ভাইয়া ঈদ মোবারক। আসলে এই ঈদ আমাদের সবার মাঝে সুন্দর সম্পর্ক বজায় রাখতে শেখায়। তাই আমি মনে করি এই দিনে আমাদের সবার সাথে সুন্দর আচরণ এবং সবার প্রতি খেয়াল রাখতে হবে। সবার বাড়িতে যেন ঈদের আনন্দ আয়োজন কিছুটা শোভা পায় সেদিকেও খেয়াল রাখতে হবে। সমাজের সেই সমস্ত মানুষের দিকে তাকাতে হবে যারা অসহায়। আপনার পোষ্টের বিস্তারিত পড়ে বেশ ভালো লাগলো ভাইয়া।

 8 months ago 

আপনাকেও ঈদের শুভেচ্ছা ভাইয়া।আসলে ঈদের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজে ব্যস্ত থাকতে হয়। আর বাচ্চারা এই পশু গুলোর নাম বেশ সুন্দর দেয়। আমার মেয়ে আমাদের গরুর নাম দিয়েছি তারা। যাইহোক আপু বেশ ভালো একটা সময় কাটিয়েছি। ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

প্রথমেই আপনাকে ঈদুল আজহার শুভেচ্ছা এবং ঈদ মোবারক। বাবার নামে খাসি এবং মায়ের নামের গরু সব মিলিয়ে চমৎকার অনূভুতি। খাসির নামটি কিন্তু ঈলমা বেশ সুন্দর রেখেছে। গরিবদের মাঝে মাংস বিতরণ করার মধ্যে সুন্দর অনূভুতি রয়েছে যা লিখে প্রকাশ করা সম্ভব নয়। আপনার লেখা গুলো পড়ে বোঝা যাচ্ছে পরিবারের সাথে সুন্দর ঈদ উপভোগ করেছেন। আপনার পরিবারের জন্য দোয়া রইল ❣️

 8 months ago 

আপনাকেও ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক। আপনার ঈদ উদযাপনের অনুভূতি পড়ে খুবই ভালো লাগলো। আপনি বাবার নামে খাসি ও মায়ের নামে গরুতে শরিক হয়েছেন জেগে ভীষণ ভালো লাগলো। মা-বাবার জন্য কিছু করা প্রতিটা সন্তানের সৌভাগ্যের বিষয়। কোরবানির প্রতিটি কাজ আপনি দায়িত্ব নিয়ে করেছেন ভাই। আমাদের মাঝে আপনার অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে
অসংখ্য ধন্যবাদ ভাই।

 8 months ago 

আমাদের এখানে ঈদের নামাজ ছিল সকাল সাত টাই আপনাদেরও আগে। আপনাদের কুরবানীর খাসির নাম টা তো বেশ দারুণ। ঈদের দিন ছেলেদের এই করতে করতে কেটে যায় হা হা। নিজের জন্য সময় হয় সেই বিকেলে সব কাজ মিটে যাওয়ার পরে হা হা।

 8 months ago 

প্রথমে ভাইয়া ঈদুল আযহার শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানাচ্ছি। ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি। ঈদের সময় সবাই ভেদাভেদ ভুলে আনন্দ করতে চাই। তবে আপনার মেয়ে খাসিটির সুন্দর একটি নাম দিয়েছে। সাধু নাম খুব সুন্দর রাখলো খাসিটির। আর ঈদের সময় সবাই ভালো দিন কাটুক এটাই সবাই আশা করে। সুন্দর করে পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95924.26
ETH 2810.51
SBD 0.67