"ক্রিয়েটিভ ফটোগ্রাফি :) পর্ব-০১ || ছবি তোলা যখন আনন্দের খোরাক ✨ (Creative Photography:) part -01)

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

"ক্রিয়েটিভ ফটোগ্রাফি :) পর্ব-০১

ছবি তোলা যখন আনন্দের খোরাক ✨

Polish_20220329_141343712.jpg

আসলে আমি ছবি তুলতে ভালোবাসি এবং সবকিছুতেই কেমন যেন কিছুটা গল্প খুঁজে পাই। বলতে পারেন ছবি তোলার প্রতি একটা আকর্ষণ কাজ করে। আজ আমি আপনাদের জন্য বেশ কিছু ছবি তুলেছি। তবে ছবিগুলোর কিছুটা গল্প রয়েছে। আমি ক্রিয়েটিভ ছবি সেগুলোকে বলি যার একটি গল্প রয়েছে। তবে একটা কথা হলো আমি কিন্তু গল্প করতেও পছন্দ করি। তো চলুন আমাদের ক্রিয়েটিভ ফটোগ্রাফি :) পর্ব-০১ শুরু করি। একটু সময় নিয়ে সাথে থাকবেন আশাকরি ☺️

RNFetchBlobTmp_9c0vttei1cr8fab07j92lq.jpg

"ছোট্ট রেসিং কার"

IMG20220320114429_01-01.jpeg

IMG20220320114351_01-01.jpeg

একদমই ছোট্ট একটি রেসিং কার। এই খেলনাটি চিপসের প্যাকেটের ভেতর পাওয়া গেছে। আমার মেয়ে ঈলমা খেলা করে এগুলো দিয়ে। তবে ঈলমার ঠিক আমার মতো বিশেষ গুন রয়েছে সে কোন জিনিস আস্ত রাখেনা ☺️ যেমন এই খেলনাটির একটি চাকা হাওয়া হয়ে গেছে 🤩

RNFetchBlobTmp_9c0vttei1cr8fab07j92lq.jpg

" জুসার স্ট্র আর মাফিন কেক "

IMG20220320114611_01-01.jpeg

IMG20220320114703_01-01.jpeg

এই দুটি অসাধারণ জিনিস আমাদের পরিবারের ছোট্ট সদস্য ঈলমার প্রতিদিনের সঙ্গী। তার একটি অভ্যাস হয়েছে তা হলো প্রতিদিন তাকে কোন না কোন ফলের জুস তৈরি করে দিতেই হবে। আর জুস তিনি যেন-তেন স্টাইলে খাবেন না। রিতিমত স্ট্র লাগিয়ে খাবেন। আর মাফিন কেক তো অমৃত তার কাছে। আর কোন কেক তার পছন্দ নয় তা যত দামী হোক।

RNFetchBlobTmp_9c0vttei1cr8fab07j92lq.jpg

"ধূর্ত চোর"

IMG20220329105801_01-01.jpeg

IMG20220329105754_01-01.jpeg

ধূর্ত চোরকে নিশ্চয়ই আপনারা চিনতে পেরেছেন। তাকে ধরা শুধু কঠিন নয় অসম্ভব। সে তার লুটতরাজ চালায় ঘরে ঘরে আর চুপিসারে 👀 তার অত্যাচারে জানালা খোলা প্রায় দুষ্কর হয়ে পড়েছে। সুযোগ পেলেই মাছ হাওয়া পাতিল থেকে। এর ছবি তুলেছি খুব কষ্ট করে জানালার ফাঁক দিয়ে। সে কয়েক সেকেন্ডের মধ্যেই উধাও হয়ে যায়।

RNFetchBlobTmp_9c0vttei1cr8fab07j92lq.jpg

"সদা দুঃখী কুকুর ছানা"

IMG20220327175514_01-01.jpeg

IMG20220327175523_01-01.jpeg

এই কুকুর ছানাটি ঠিক বাসার সামনেই থাকে।তাকে আমরা মাঝে মাঝেই খাবার দেই। ঈলমা তার সাথে খেলা করতে চায় কিন্তু আমি দেইনা তাকে কারন যদি আঁচড় কিংবা কামড় বসিয়ে দেয়। তবে সে বেশ শান্ত-শিষ্ঠ। আর সারাক্ষণ কেনো জানি বেশ দুঃখিত মনে বসে থাকে। হয়ত মা বাবার খোঁজ করে। তবে তাকে খাওয়ানোর দায়িত্ব আমরা পালন করি।

RNFetchBlobTmp_9c0vttei1cr8fab07j92lq.jpg

"আম গাছের কাটা অংশ"

IMG20220319122342_01-01.jpeg

IMG20220319122332_01-01.jpeg

আমরা অন্যের বাসায় ভাড়া থাকি। আসলে অনেক সময় অনেক কথা তেমন গুরুত্ব পায়না। এটা একটা আম গাছের কর্তিত অংশ। আম গাছটিতে বেশ মিষ্টি আম ধরে প্রতি বছর আর আমরা খাই। বাড়িওয়ালা আলো কম আসে বাড়িতে এই অজুহাতে গাছটি কেটে ফেলে হঠাৎ। তাকে বোঝাতে চেষ্টা করি কিন্তু তার কাছে। বাড়িতে আলো আসাটা বেশি জরুরি কিন্তু গাছটি ঠিক আমার জানালার পাশে। যাক ভাড়াটিয়া বলে কথা। 🥺

RNFetchBlobTmp_9c0vttei1cr8fab07j92lq.jpg

"সূর্যের আলোকচ্ছটা যখন ছড়িয়ে পরে"

IMG20220319121915_01-01.jpeg

IMG20220319121918_01-01.jpeg

এই ছবি দুটি ঠিক আমার জানালার পাশ থেকে তোলা। আমি খুব ভোরে ঘুম থেকে উঠতে পারিনা কিন্তু একটি অভ্যাস রয়েছে ঘুম থেকে উঠে আগেই জানালা দিয়ে সূর্যের কিরণ চোখে মুখে মাখতে ভীষণ পছন্দ করি। এই হলো আমার সকালের সূর্যের আলো মুখে মাখার ছবি বলতে পারেন ☺️

RNFetchBlobTmp_9c0vttei1cr8fab07j92lq.jpg

ছবির বিবরণ
বিষয়বস্তু"ক্রিয়েটিভ ফটোগ্রাফি :) পর্ব-০১
ছবি যন্ত্ররিয়েলমি সি-২৫
ছবির কারিগর@emranhasan
ছবির অবস্থানসংযুক্তি

HNWT6DgoBc1692QWn5trsLBYecSp3jKD1kzdmSDiq4rsNLUASW7RRp5PcKRvwAr2gUJjYkpRrdYeKHT6vRfyzXRaCxGdXsvCb9nXxM5h5PFA9i2fVx7zhNAFRxr.png

✨ আমি @emranhasan
💠 আমি আমার মতো 💠

flowers-1803718_640.png

HNWT6DgoBc1692QWn5trsLBYecSp3jKD1kzdmSDiq4rsNLUASW7RRp5PcKRvwAr2gUJjYkpRrdYeKHT6vRfyzXRaCxGdXsvCb9nXxM5h5PFA9i2fVx7zhNAFRxr.png

❤️ বিদায় নিলাম ❤️

Sort:  
 2 years ago 

আপনার ফটোগ্রাফির হাত এর প্রশংসা করতেই হবে। অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের উপহার দিয়েছেন। প্রত্যেক টি ফটোগ্রাফির খুব সুন্দর বর্ণনা দিয়েছেন। শুভ কামনা রইলো।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য 🥀

 2 years ago 

ভাই আপনি অসাধারণ ফটোগ্রাফি করেছেন, আপনার প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে, আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে ধূর্ত চোরের ফটোগ্রাফি, আপনার উপস্থাপনা সহজ ও সাবলীল ভাষায় ছিল, শুভেচ্ছা ও শুভকামনা রইল ভাই আপনার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য 🥀

 2 years ago 

ভাই প্রত্যেকটা ফটোগ্রাফি আপনি যে বলেছেন ক্রিয়েটিভ ফটোগ্রাফি, একদম সত্য বাস্তব আপনার ফটোগ্রাফি গুলোর মধ্যে তা ফুটে উঠেছে। বিশ্বাস করেন ভাই আপনার ফটোগ্রাফি গুলো এত মনোযোগ দিয়ে দেখছিলাম খুবই ভালো লাগছিল। খুবই চমৎকার বর্ণনা দিয়েছেন ফটোগ্রাফির পাশাপাশি বেশ ভালো লেগেছে আমার কাছে। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ পাভেল ভাই ♥️
দোয়া করবেন।

 2 years ago 

আপনার তোলা ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার হয়েছে। ফটোগ্রাফি গুলো দেখে আমার খুবই ভালো লাগলো। আপনি খুবই সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য 🥀

 2 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো আসলেই ক্রিয়েটিভ ভাই। কেননা আপনি বাসায় বসেই এই সুন্দর ফটোগ্রাফি করেছেন। আর ফটোগ্রাফি গুলো অনেক ভালো লাগছে। আরেকটি কথা হল আসলে বাচ্চারা এরকমই হয়ে থাকে কোন খেলনার জিনিস হলে তাহলে সেটা তাহারা খুলে এরপর দেখার চেষ্টা করে যে এটার ভিতরে কি আছে। ধন্যবাদ আপনাকে এই ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য 🥀

 2 years ago 

আপনার তোলা ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে ভাইয়া। প্রতিটি ছবি দেখতে অনেক সুন্দর লাগছে। আপনার ফটোগ্রাফি মধ্যে ভিন্ন রকম কিছু খুঁজে পেলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য 🥀

 2 years ago 

ভিন্নধর্মী কিছু ছবি শেয়ার করেছেন ভাই। আপনার ছবিগুলোর ভিতর ধূর্ত চোর এবং সূর্যের আলোকচ্ছটা শিরোনামের ছবি গুলো খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই আপনার চমৎকার মন্তব্য সবসময়ই অনুপ্রাণিত করে 🤗
পুরো পরিবারের জন্য শুভকামনা 🥀

 2 years ago 

আপনার সব ক্রিয়েটিভ ফটোগ্রাফি সুন্দর হয়েছে, আমার কাছে জুসার স্ট্র আর মাফিন কেক এর ছবিটি ভিশন ভালো লাগে। আর আপনি সুন্দর সুন্দর সব ফটোগ্রাফির সাথে অনেক সুন্দর করে বর্ননা দিয়ে যা ছবির সাথে অনেক সুন্দর ভাবে প্রকাশ পাচ্ছে। আপনার বিড়ালে ছবিটি দেখে মনে হচ্ছে সে আপনাকে বলতেছে, এই আপনি ছবি তুলবেন নেন ভালো করে একটু পোজ দেই...হাহাহহ। শুভকামনা রইল

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য 🥀
☺️

 2 years ago 

আসলেই ক্রিয়েটিভ ফটোগ্রাফি করেছেন আপনি। সাধারণ কিছু দৃশ্য কেই ভিন্ন আঙ্গিকে তুলে ধরেছেন যা সত্যিই আপনার ক্রিয়েটিভিটির পরিচয়। গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের আলোক রশ্মি ছড়িয়ে পড়ার দৃশ্যটি অনেক ভালো হয়েছে। ধন্যবাদ আপনাকে ছবিগুলো শেয়ার করার জন্য

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য 🥀

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.15
JST 0.028
BTC 54179.48
ETH 2261.18
USDT 1.00
SBD 2.31