স্বরচিত কবিতা :) শারদীয় শুভেচ্ছা 🎇 || সকল বাঙালিকে উৎসর্গ করলাম।
শারদীয় শুভেচ্ছা 🎇 |
---|
সকল বাঙালিকে শারদীয় শুভেচ্ছা জানাই। শরতের মিষ্টি আবহাওয়ার মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে আবার এসেছে শারদীয় দুর্গোৎসব। সনাতন ধর্মাবলম্বীদের জন্য দূর্গা দেবী শুদ্ধতা আর আনন্দের বার্তা নিয়ে হাজির হয়েছেন। আনন্দ যেন আজ বাঁধন হারা ধর্ম সেখানে ভ্রাতৃত্বের বন্ধনে জড়িয়ে এক চমৎকার উৎসবের আমেজ ছড়িয়েছে বাঙালি জীবনে। তাইতো সকল বাঙালিকে উৎসর্গ করলাম আমার আজকের এই "শারদীয় শুভেচ্ছা" কবিতাটি। @rme দাদা এবং @amarbanglablog পরিবারের সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাই, আনন্দ ছড়িয়ে যাক সবার হৃদয়ে। চলুন আমার কবিতা লিখার ছোট্ট প্রচেষ্টা দেখে আসি।
সনাতন ধর্মের মানুষের দূর্গা মায়ের জয়োৎসব।
ধর্ম যার যার আনন্দ আজ সবার,
বাঙালির মাঝে এসেছে আজ খুশির জোয়ার।
ঢাকের তালে নাচো যেন সীমানা ছাড়িয়ে।
মন হারিয়ে, মন রাঙিয়ে হয়ে যাও বিন্দাস
বুড়োরাও যেন নেচে গেয়ে হাঁসফাঁস।
তার আলোতে জগৎ দিলেন ভরিয়ে।
অসুরের ঘৃন্য কালো ছায়া,
ধুলায় লুটাবে আজ দুষ্টের কায়া।
তোমার পূজোর মিষ্টি নাড়ু চাই-ই চাই,
তোমার খুশি আমার মনে দিয়েছে দোলা
সৌহার্দ্য আর সম্প্রীতি যায় না কভু ভোলা।
পরিশেষে বলতে চাই ছোট থেকেই আমার অসংখ্য বন্ধু ছিল সনাতন ধর্মের। তাদের দূর্গা পূজোর সময় ভীষণ আনন্দ করতাম, বিশেষ করে নাড়ুসহ লুচি এবং মিষ্টান্ন আমার ভীষণ প্রিয় ছিল, আর বেশ আনন্দ নিয়ে পেন্ডেলে পেন্ডেলে ঘুরে বেড়াতাম। তবে এখনো সুযোগ পেলেই আনন্দে মেতে উঠি। যাক কয়েকটি লাইন লিখতে পেরে ভালো লাগছে। আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আশাকরি ভুল ত্রুটি মার্জনা করবেন।
বিঃদ্রঃ :- উক্ত পোস্টে কোন প্রকার ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা হয়নি।
https://steemitwallet.com/~witnesses
VOTE @bangla.witness as witness
OR
ভাইয়া আপনি আমাদের শারদীয় উৎসব নিয়ে কি চমৎকার কবিতা লিখেছেন ৷ সত্যি বলতে দূর্গা দেবী শুদ্ধতা আর আনন্দের বার্তা নিয়ে হাজির হয়েছেন।আর আমাদের সবার ঘড়ে আনন্দের জোয়ার ৷ খুব সুন্দর করে লিখেছেন ভাইয়া ৷
অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর করে একটি কবিতা শেয়ার করার জন্য ৷
অনেক ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য।
আপনাকে শারদীয় শুভেচ্ছা জানাই 🤗
Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
https://twitter.com/emranhasan1989/status/1577211556810526720?t=CCqOgGgZCP7To0-gPBOvpw&s=19
বাঙালি আজ পুজোর আনন্দে মেতে উঠেছে । ঠিক সেই সময় দারুন একটি কবিতা লিখেছেন আপনি । একদম সময়োপযোগী হয়েছে আপনার কবিতাটি । বেশ ভালো ছন্দে ছন্দে মিলিয়ে লিখেছেন । আমার কাছে বেশ ভালো লেগেছে । ধন্যবাদ আপনাকেন।
অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।
এটা সনাতন ধর্মাবলম্বীদের জন্য তথা বাঙালিদের জন্য আমার উপহার বলতে পারেন। চেষ্টা করেছি শারদীয় দুর্গোৎসব নিয়ে কবিতা লিখার জন্য। আপনার ভালো লেগেছে জেনে ভীষণ খুশি হলাম।
সকল বাঙালি ভাই ভাই
যেন চির আপন,
এই কথাটি দয়া করে
কেউ রেখোনা গোপন।
শারদীয় শুভেচ্ছা প্রিয়
বাঙালি জাতি,
উৎসব এতে সবাই সবার
সুখ দুঃখের সাথী।
দারুন লিখেছো কবিতাটি
মুক্ত হলাম আমি,,
আজকের মহানবমী তে
কবিতাটি বেশ দামী।
♥♥
অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে চমৎকার কবিতার মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য।
আপনাকেও শারদীয় শুভেচ্ছা। ♥️
আপনাকেও শারদীয় শুভেচ্ছা । আপনি চমৎকার একটি কবিতা লিখেছেন। প্রতিটি লাইন পড়ে ভীষণ ভালো লাগলো। ঠিক বলেছেন ধর্ম যার যার আনন্দ আজ সবার। আমিও ঠিক নাড়ু খেতে ভীষণ ভালোবাসি। আপনার পোস্ট ভিজিট করে ভালো লাগলো। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।
অনেক ধন্যবাদ লিমন চমৎকার মন্তব্যের জন্য।
নাড়িকেলের নাড়ু আমার এখনো ভীষণ ভালো লাগে। কবিতার প্রশংসা করার জন্য ধন্যবাদ তোমায়।
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
একদম ঠিক বলেছেন দাদা কবিতার মাধ্যমে লিখেছেন সত্যি আজ বাঙালি পুজোর আনন্দে মেতে উঠেছে। যেন যেদিকেই তাকায় পুজোর উৎসব আর আমেজ ছড়িয়ে পড়েছে। আর প্রত্যেকটা পোস্টের মাধ্যমেও অসাধারণ পুজোর দৃশ্য গুলো দেখতে পাচ্ছি। আপনার লেখা কবিতাটা অসাধারণ হয়েছে ভাইয়া। সবার কাছে ভীষণ আনন্দ মুখরিত।
অনেক ধন্যবাদ আপু চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য। এটি একটি সার্বজনীন অনুষ্ঠানে রুপ নিয়েছে।
আপনাকেও জানাই শারদীয় অনেক অনেক শুভেচ্ছা। শারদীয় দুর্গা পূজাকে কেন্দ্র করে। এতো সুন্দর ভাবে মনের অনুভূতিগুলো কবিতার মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সত্যিই আপনার কবিতাটি বেশ সুন্দর হয়েছে।
অনেক ধন্যবাদ ভাই ভীষণ চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য।
আপনাকেও শারদীয় শুভেচ্ছা জানাই।