ময়মনসিংহ তাঁত ও বস্ত্র মেলা।

in আমার বাংলা ব্লগ20 hours ago
ময়মনসিংহ তাঁত ও বস্ত্র মেলা

IMG20241221185635.jpg

শুভ রাত্রি আমার বাংলা ব্লগ পরিবার, সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের আয়োজন। আজকে আবারো একটি ভ্রমণ পোস্ট নিয়ে হাজির হলাম। গত কিছুদিন আগে ময়মনসিংহ শহরের এই চমৎকার মেলায় ঘুরতে গিয়েছিলাম। জাষ্ট অসাধারণ লেগেছে শীতকালীন এই মেলা। বেশ জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এই মেলা সাজানো হয়েছে। বিশেষ করে অসাধারণ আলোকসজ্জা আমাদের সবার নজর কেড়েছে।

IMG20241221185638.jpg

IMG20241221185641.jpg

এই লাইটিং করা চমৎকার দোলনাটি হলো বাচ্চাদের অসাধারণ একটি রাইড। আমি ছোট বেলায় অনেক দোলনায় চড়েছি কিন্তু এখনকার দোলনা গুলো অসাধারন হয়, বিশেষ করে বেশ সাজানো গোছানো। বাচ্চারা দেখলাম বেশ আনন্দ করছে এখানে।

IMG20241221185356.jpg

IMG20241221185348.jpg

এটা অনেক উঁচু একটি দোলনা, এটা থেকে মনে হয় যেন পুরো শহর দেখা যাবে। আর এটাতে অন্ততপক্ষে আমি উঠতাম না, এতো উঁচুতে ভয় পাওয়া খুব স্বাভাবিক।

IMG20241221185841.jpg

IMG20241221185835.jpg

IMG20241221185854.jpg

IMG20241221185849.jpg

এরপর বাচ্চাদের আরো বেশ কিছু রাইড দেখলাম যা সত্যিই দারুন। ভাগ্যিস আমার ছেলে সাথে ছিলনা, নাহলে একদমই প্রতিটি রাইডে উঠে ছাড়তো 😂

IMG20241221184831.jpg

IMG20241221184813.jpg

IMG20241221184757.jpg

IMG20241221184753.jpg

এরপর যে জিনিসটা দেখলাম এটা আগে দেখিনি। পানির মধ্যে লম্বা বেলুনের মতো এটা ছেড়ে দেয়া হয়েছে। আর বাচ্চারা এটার মধ্যে ঢুকে ছুটাছুটি করছে। বাচ্চাদের সাহস দেখে আমি তো অবাক। কি সুন্দর এক একা পানির মধ্যে খেলা করছে।

IMG20241221190048.jpg

IMG20241221185755.jpg

IMG20241221185147.jpg

এরপর বিভিন্ন জিনিসপত্র আর প্রসাধনী সামগ্রী দেখলাম। এগুলোর স্টলে উপচে পড়া মেয়ে কাস্টমার রয়েছে।

যাইহোক এই এই ছিল আজকের আয়োজন। সামনের পর্বে তাঁত এবং বস্ত্র মেলা সম্পর্কে আরো বিস্তারিত আপনাদের সামনে উপস্থাপন করব। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত বিদায় নিলাম।



First_Memecoin_From_Steemit_Platform.png



Black and White Modern Company Presentation (1).gif

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Sort:  
 19 hours ago 
Screenshot_2025-02-01-23-00-35-49_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpgScreenshot_2025-02-01-22-59-58-35_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpgScreenshot_2025-02-01-22-59-37-16_6604d2525654b46e33aa2968a0a78870.jpgScreenshot_2025-02-01-22-59-01-42_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg
 20 hours ago 

মেলাতে অংশগ্রহণ করতে পারলে অনেক কিছু দেখার সুযোগ মিলে। আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এখানে বাচ্চাদের সহ বিভিন্ন মানুষের খেলনা দেখতে পাওয়া যায়। এছাড়াও দোলনা গুলোতে উঠতে পারা যায়। দোলনাতে উঠলে শহরের অনেক কিছু দেখা সম্ভব হয়। ভালো লাগলো সুন্দর একটি মেলা বিষয়ক পোস্ট উপস্থাপন করেছেন দেখে।

 19 hours ago 

দোলনা ভালো লাগে কিন্তু উচু যেটা ঐটা বেশ ভয় লাগে ভাই। যাইহোক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.24
JST 0.037
BTC 99389.65
ETH 3101.23
SBD 4.01