পৃথিবীতে প্রতিটি মানুষ তার কর্মফল ভোগ করবে।
মাঝে মাঝে এমন পরিস্থিতি তৈরি হয় যে, আমরা কারো সাথে অন্যায় করছি তা নিজেরাই বুঝতে পারি না। পরিস্থিতি যদি এমন হয় হাসতে হাসতে খুন করে ফেললেও মনে বিন্দু মাত্র অপরাধ বোধ কাজ করে না, তখন বুঝতে হবে আপনি মানসিকভাবে অসুস্থ। সমাজটা এমন অসুস্থ মানুষ দিয়ে ভরে গেছে। এদের খুব ইচ্ছে করে সাইকো বলে ডাকি।
কিছু কিছু মানুষ পুরো পৃথিবীকে তার বাপ দাদার সম্পত্তির মতো মনে করে এবং গোগ্রাসে সবকিছু একাই গিলে খেতে চেষ্টা করে যায়। এধরনের সাইকো রোগী চারিদিকে সীমাহীন অত্যাচার এবং জোর জুলুম করতে থাকে। আসলে জোর করে হয়তো এরা সাময়িক কিছু জিনিস হাসিল করতে পারবে কিন্তু এটার প্রতিফল অত্যন্ত ভয়ংকর এবং খারাপ কিছু হতে পারে এরা ঘুনাক্ষরেও আন্দাজ করতে পারে না।
আসলে ক্ষমতা এবং অর্থের দাপট এমন একটা জিনিস যা অনায়াসে নিজেকে অনেক বড় কিছু বানিয়ে ফেলে। ফলস্বরূপ কিছু কিছু মানুষ অত্যন্ত দামী এবং বিশেষ কিছু হয়ে যায়। এরা যা খুশি তা করে একটা অদ্ভুত এবং বিকৃত আনন্দ খুঁজে পায়। আবার কিছু মানুষ এমন ধরনের বড়লোক ব্যাবসায়ী হয়ে যায় যে সম্পর্ক এবং দায়িত্ব ব্যাবসার মাপকাঠিতে পরিমাপ করতে শুরু করে। আসলে এগুলো করে সে মানুষটি দিন দিন সবার মন থেকে উঠে যেতে শুরু করে, আর একটা সময় মানুষ ধিক্কার দিতে শুরু করে।
আসলে যে যাই করুক না কেন প্রতিটি কাজের হিসেব রাখা হচ্ছে, মানুষ মানুষকে ক্ষমা করলেও পৃথিবী তার হিসাব কড়ায় গন্ডায় বুঝে নেবে। মানে হচ্ছে আপনি ক্ষমতার যতটাই বড়াই করেন না কেন, আপনার কর্মফল দুনিয়া এবং আখিরাতে সমানভাবে ভোগ করতে হবে।
আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।
আপনি বাস্তবসম্মত কিছু কথা লিখে আমাদের সাথে শেয়ার করলে। এই পৃথিবীতে যে মানুষ হোক না কেন ভালো কাজের প্রতি ভালো ফলাফল পাবেন। তার খারাপ কাজের প্রতি খারাপ ফলাফল অবশ্যই ভোগ করতে হবে। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা অর্থের অহংকার ক্ষমতার দাপট অনেক বেশি দেখায়। কিন্তু সেই ক্ষমতাটুকু বেশি দিন টিকে থাকে না।
ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।
ক্ষমতার দাপট বেশিদিন টিকবে না আপু, একদিন সবকিছুর জবাব দিতে হবে।
কথায় আছে যেমন কর্ম তেমন ফল ভোগ করতে হবে। বর্তমান সময়ে সমাজে এধরনের সাইকো ধারি অসুস্থ ব্যক্তি বেশি দেখা যাচ্ছে। ক্ষমতা কে কাজে লাগিয়ে তাড়া যে কোন কাজ করতে ও পরোয়া করে না। কিন্তু এটা মনে করে না যে ক্ষমতা চিরস্থায়ী নয়। আপনার লেখা গুলো পড়ে ভীষণ ভালো লাগলো। শুভ কামনা রইল ভালো থাকবেন।
ঠিক তাই, যেমন কর্ম তেমন ফল। খারাপ মানুষ একদিন না একদিন শাস্তি পাবেই।
কর্মফল এ আমিও ভীষণ বিশ্বাস করি। অথচ দুনিয়া এমন মানুষ এ ভরে গেছে যারা মনে করেন টাকাপয়সা, সম্পত্তি, বিত্ত তাদের সকলে কর্মকে প্রশ্নাতীত করে রাখে! ক্ষমতা এবং অর্থের দম্ভে মানুষ কে মানুষ বলেও গণ্য করে না। তবে নিজেদের কে আয়নায় দেখে কি না, কীভাবে দেখে সেটা নিয়েও আমার মনে প্রশ্ন জাগে!
কর্মফলে আমিও বিশ্বাস করি এবং চোখের সামনে অনেক দেখেছি কর্মফল ভোগ করতে।
ধন্যবাদ আপু পোস্টটি পড়ে চমৎকার মন্তব্য করার জন্য।
আমরা আমাদের এই ক্ষুদ্র জীবনে ভালো খারাপ সব কিছুর অভিজ্ঞতা অর্জন করি। আসলে ভালো কাজের ফলাফল সবসময় ভালো হয়। তবে যারা অন্যের ক্ষতি করে কিংবা খারাপ কিছু করে তারা সেই ফলাফল এই পৃথিবীতে ভোগ করে। দারুন লিখেছেন ভাইয়া।
যারা মানুষকে কষ্ট দেয় এবং ক্ষমতার বড়াই দেখায় তাদের কর্মফল ভোগ করতে হবে।
ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।
যে মানুষ যেরকম কাজ করবে সে ওই রকমই ফল ভোগ করবে এটা একেবারে ঠিক। যারা ভালো কাজ করে তারা ভালো ফল ভোগ করবে। আর যারা খারাপ কাজ করে তারা খারাপ ফল ভোগ করবে। আজকে আপনি বাস্তবিক এই বিষয়টা নিয়ে অনেক সুন্দর করে পোস্ট লিখেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে আপনার এই লেখাগুলো।
প্রত্যেকটা মানুষ তাদের কর্মফল ভোগ করবে, এটাই নিয়তি।
ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।