হঠাৎ চুরি।|| মরার উপর খাঁড়ার ঘা।

in আমার বাংলা ব্লগ7 months ago
হঠাৎ চুরি
মরার উপর খাঁড়ার ঘা।

হঠাৎ চুরি_20240805_013911_0000.jpg

ছবিটি কেনভা দিয়ে তৈরি

বিপদ আসলে বলে কয়ে আসে না। আবার দেখবেন যখন বিপদে পরে আছেন, তখন এমনি এমনিই চারিদিক থেকে বিপদের খবর শুনতে পাবেন। যাইহোক ব্যাপারগুলো শুধুমাত্র কষ্টদায়ক নয় বরং নিজেকে মন মানসিকতা একদমই ভেঙ্গে ফেলে।

যাইহোক গত কিছুদিন ধরে আমার ভাগিনা এবং স্ত্রী দুজনকে নিয়ে হাসপাতালে বেশ দৌড়ঝাঁপ করতে হবে। ইতিমধ্যে একটা পোস্টে আপনাদের ব্যাপারটা জানিয়েছি। আজ জানাবো আরো একটা মারাত্মক ঘটনার ব্যাপারে।
আমার ভাগিনা যখন খিঁচুনি, আলসার, জ্বর এবং তীব্র বোমি নিয়ে হসপিটালের উদ্দেশ্যে যাত্রা করছে তখন তাড়াহুড়ো করে তারা দরজায় তালা দিয়ে চলে যায় হাসপাতালে, তবে যাবার সময় একমাত্র পাশের বাসার মানুষেরা জানতো ব্যাপারটা। হাসপাতালে ভর্তি হবার পর অবস্থার অবনতি দেখলে আমি নিজেও পরিবার নিয়ে ছুটে যাই হাসপাতালে তাদের সহযোগীতা করতে। কয়েকদিন আমার স্ত্রী এবং ভাগিনা দুজনকে নিয়ে হাসপাতালে চলে আমাদের নিরন্তর যুদ্ধ। এক পর্যায়ে আমার মেজো ভাগিনা আর আমাকে বাসায় পাঠানো হয় দরকারি জিনিসপত্র আনার জন্য।

IMG20240731233402.jpg

বোনের বাসায় বেশ কষ্ট করে রাত এগারোটার সময় ঢুকতে যাবো ঠিক এমন সময় চোখে পড়লো ছিটকিনি ভাঙ্গা আর তালা লাগানো রয়েছে। আমার আর বুঝতে রইলো না বাসায় ঠিক কি ঘটেছে। দ্রুত বাসায় প্রবেশ করলাম, সব এলোমেলো ভেতরে।

IMG20240731231848.jpg

প্রথমেই আপুকে ফোন করে ব্যাপারটা অবগত করলাম। তিনি শুনে আঁতকে উঠলেন এবং আমাকে সামনের দিককার সোকেছ খুলে একটি শপিং ব্যাগ খুঁজতে বললেন। আমি দ্রুত সেটা খোঁজার চেষ্টা করলাম। মূলত সেখানে পাঁচশ টাকার একটা বান্ডিল ছিল, মোট ৫০ হাজার টাকার। এটা আমার ভাগিনার চিকিৎসার জন্য ব্যাবস্থা করা হয়েছে। আলহামদুলিল্লাহ চোর বেটা বুঝতেই পারেনি একদম সামনে থাকা সামান্য একটা শপিং ব্যাগে এতো টাকা থাকতে পারে। অথচ সে পুরো আলমারির সবকিছু তছনছ করেছে, হন্যে হয়ে টাকা পয়সা আর অলংকার খুঁজেছে।

IMG20240731231840.jpg

চোর বেশ কিছু মূল্যবান জিনিসপত্র, টিভি, কিছু অলংকার এবং দামী একটা পার্সিয়ান বিড়াল নিয়ে গেছে। তবে যাইহোক আমার ভয় ছিল ভেতরে কেউ থাকতে পারে, যেহেতু আমরা হঠাৎ চলে এসেছি তাই সে হয়তো ভেতরে লুকিয়ে থাকতে পারে। আমি প্রথমেই একটা বড় কাঠের টুকরো হাতে নিয়ে পুরো ঘর দেখতে থাকলাম। রাগে আমার শরীর কাঁপছিল, যদি সত্যিই সে থাকতো তাহলে তার সাথে আমার মারামারি হয়ে যেতো। যাইহোক খাটের নিচ থেকে বারান্দা মোটামুটি সব দেখে ফেললাম এবং নিশ্চিন্ত হলাম, কেউ নেই। এখনকার সময় খুব খারাপ কারন যেকোন সময় অপৃতিকর ঘটনা ঘটতে পারে। যাইহোক বাসায় ঠিক আর কি কি চুরি হয়েছে আপাতত আমি আর ধারনা করতে পারলাম না, বাকিটা হয়তো আপু আসলে বোঝা যাবে। ইতিমধ্যে বাড়ি ওয়ালাকে জানানো হয়েছে, তবে তার কথাবার্তায় কেমন যেন সন্দেহ লাগছে। এমন হতে পারে বাড়ি ওয়ালা এরসাথে জড়িত থাকতে পারে। পুরো বাড়ি সিসিটিভি ক্যামেরার আওতায় তবুও সে সেগুলো চেক করতে গড়িমসি করছে।

যাইহোক পুরো বিষয়টি এখনো গোলমেলে। আপু আসলে হয়তো বাড়িওয়ালাকে ভালোভাবে ধরতে হবে। আর পুলিশে নালিশ করার পক্ষপাতী আমি না, কারন আমি পুলিশে বিশ্বাসী না। কারন এরা এমনিতেই চোর বাটপার, দেখা যাবে উপকারের থেকে আরো বেশি ক্ষতি করবে। যাইহোক বাসায় আপাতত ভাগিনাকে রেখে যেতে হয়েছে আবারো হাসপাতালে।
আসলে এই বিপদের সময় এমন কান্ড চোর না ঘটালেও পারতো 😕



Black and White Modern Company Presentation (1).gif

banner-abbVD.png

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Sort:  
 7 months ago 

চোরের উপর অভিমান করে তো আর লাভ নাই ভাই। তবে বাড়িওয়ালার হাবভাব খুব সুবিধাজনক মনে হলো না আমারও। সিসিটিভি ক্যামেরা যেহেতু আছে, সহজেই দেখা যাবে কে কে সন্দেহজনক এসেছিল। উনার বাসার নিরাপত্তার জন্য হলেও উনার আরও বেশি উদ্যোগি হওয়া আশা করছিলাম। তবে বুদ্ধির জোরে টাকা গুলো বেঁচে গিয়েছে।

 7 months ago 

ঘটনাটা শুনে সত্যিই খুব খারাপ লাগলো। আপনার ভাগিনা চিকিৎসার টাকাগুলো নেয়নি এটাই অনেক। সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও বাড়িওয়ালার এরকম ব্যবহার আসলেই সন্দেহজনক। এত নিরাপত্তা থাকার সত্বেও এইভাবে চুরি হয়েছে। ঘটনাটা শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

যেখানে সিসিটিভি রয়েছে সেখানে চুরি হয় কিভাবে। টাকা এভাবে ফাঁকা স্থানে বা অবিশ্বাস্য জায়গায় রাখলে যে কেউ ধারণা করতে পারে না। হয়তো এই কারণেই চোর ব্যাটা বুঝতে পারেনি এর মধ্যে এত টাকা থাকবে। যাক ৫০০০০ টাকা টা তো রয়েছে। তবে আরো সাবধান হতে হবে। কারণ সুযোগসন্ধানীরা সবসময় সুযোগের আশায় ঘোরে।

 7 months ago 

আপনি এমনিতেই খুব চাপের মাঝে আছেন এ বিষয়টি আমি ভালো করেই জানি। তারপর চোর এসে এরকম ঘটনা না ঘটালেও পারতো। ঘটনাটি শুনে খুবই খারাপ লাগলো। যাইহোক আপনার ভাগিনার চিকিৎসার ৫০ হাজার টাকা নিতে পারেনি। তবে বাড়িওয়ালাকে আমারও সন্দেহ হচ্ছে, যেহেতু সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, ইচ্ছে করলেই চেক দিতে পারতো। যাইহোক ভাই সাবধানে থাকবেন, আপনার পরিবারের জন্য শুভকামনা রইল।

 7 months ago 

বর্তমান সময় এমন একটা সময় সবাই সুযোগ এর অপেক্ষায় থাকে। টাকা গুলো চোরের চোখে পরেনি জেনে ভালো লাগলো। না হলে আপনার ভাগিনার চিকিৎসা করাতে ঝামেলা হয়ে যেতো। আমার কাছে ও তো মনে হচ্ছে বাড়িওয়ালার ঝামেলা রয়েছে। কারন তার বাড়িতে চোর এসেছে সেকিনা সব কিছু দেখবে। আর অপর দিকে নাকি সিসিটিভি দেখতে চাচ্ছেন না। বিষয়টা জেনে খারাপ লাগলো। খুব সাবধানতা অবলম্বন করেছেন অনেক সময় চোরেরা ঘরের ভিতরে থেকে যায়। আপনার পরিবারের জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 7 months ago 

একদিকে সন্তানের সুস্থতা অন্যদিকে বাসায় এরকম চুরি হওয়া মেনে নেওয়া খুবই কঠিন। আপনার বোনের বাসায় এরকম একটি ঘটনা ঘটেছে শুনে খুবই খারাপ লাগছে ভাইয়া। শপিং ব্যাগে টাকাটা রাখার কারণে হয়তো চোর বুঝতে পারেনি।

 7 months ago 

ঘটনাটি সত্যি মর্মাহত। তবে টাকাটা নিতে পারেনি এটা জেনে বেশ ভালো লাগলো । কারণ এই টাকাটা ছিল তিনার চিকিৎসার জন্য খরচের টাকা। তবে সিসি ক্যামেরার সাহায্যে চোরটাকে তো ধরা সম্ভব। আপনি নিজে পদক্ষেপ না নিলেও বাড়িওয়ালার পদক্ষেপ নেয়াটা উচিত।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95696.21
ETH 2793.14
SBD 0.67