আমার তোলা আলোকচিত্র।

in আমার বাংলা ব্লগ9 days ago
:) আমার তোলা আলোকচিত্র :)

Copy of Green Grey Minimalist Floral Family Photo Collage (Portrait)_20250124_215737_0000.jpg

ছবিটি কেনভা দিয়ে তৈরি

শুভ রাত্রি #amarbanglablog পরিবার 🤗 সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। আমার চোখে যা ভালো লাগে তা সবসময়ই চেষ্টা করি সুন্দর উপস্থাপনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার।

প্রতি সপ্তাহে ন্যায় আবারো চলে গেলাম একটি চমৎকার ফটোগ্রাফি পোস্ট নিয়ে। আপনারা হয়তো অনেকেই জানেন শুক্রবার দিনটি আমি ফটোগ্রাফি দিবস হিসেবে পালন করি এবং বেশ কিছু চমৎকার ছবি আপনাদের সাথে উপস্থাপন করার চেষ্টা করি। আজকেও বেশ কিছু চমৎকার ছবি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আমার তোলা ছবিগুলো আপনাদের ভীষণ ভালো লাগবে, তো চলুন শুরু করি আমার আজকের আয়োজন।

IMG20240209132248.jpg

IMG20240209132242.jpg

IMG20240209132225.jpg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

সূর্যমুখী ফুল বরাবরই আমার ভীষণ পছন্দের একটি ফুল। শীতকালে সূর্যমুখী ফুলের দেখা পাওয়া যায়। ফুলটি দেখতে যেমন সুন্দর তেমনি তার আকৃতি বেশ বড়। ফুলগুলোর মধ্যে যখন মৌমাছি মধু আহরণ করার চেষ্টা করে, তখন সত্যিই অসাধারণ একটি দৃশ্য তৈরি হয়।

IMG20240809174535.jpg

IMG20240809174532.jpg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

এটি ছোট এক ধরনের লাল উড়ন্ত পিপড়া। এরা দেখতে খুব সুন্দর হলেও বেশ বিষাক্ত। এটি যদি আপনাকে কামড় দেয় বেশ অনেকখানি জায়গা ফুলে যায়। তাছাড়াও দীর্ঘক্ষণ জায়গাটাতে জ্বালাপোড়া করতে থাকে। তবে দেখতে কিন্তু পিঁপড়ে গুলো খুব সুন্দর।

1000143256.jpg

1000143255.jpg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

সবুজ যে কোন জিনিস আমার কাছে ভীষণ ভালো লাগে। সবুজ পাতার ফটোগ্রাফি করতে ভীষণ ইচ্ছে হলো, তাইতো পেঁপে গাছের সবুজ পাতার খুব কাছ থেকে ছবি তোলার চেষ্টা করেছি। এই পেঁপে গাছটি আমার ছাদে রয়েছে তাই খুব সহজ হলো তার ছবিগুলো তোলা।

IMG20240202172139.jpg

IMG20240202172134.jpg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

নাম না জানা চমৎকার একটি ফুল। এটি এক ধরনের লতানো ফুল এবং এটি বেশ অনেকখানি জায়গা জুড়ে বিস্তৃতি লাভ করতে পারে। বেশ কিছুদিন আগে আমি একটি পার্কে ভ্রমণ করেছিলাম তখন এই ফুলগুলো চোখে পড়েছিল। অত্যন্ত চমৎকার এই ফুলগুলো নিঃসন্দেহে চোখ জুড়ানো সুন্দর।

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprBuaFXCr82CTsKbNB2mnNaEN5pcM3XgJqwJcVLgAYCJ5w4Ato9GkiZvkMEdbqpeT7vKb2czdSZrxpKp9pGvaq3xDR4V7YvjBZ1Qhx7RZ2BRJj98.png

পরিশেষ

এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আমার তোলা ছবিগুলো আপনাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন।

Black and White Modern Company Presentation (1).gif

background-2029771_640.png

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Sort:  
 9 days ago 
Screenshot_2025-01-24-22-40-16-42_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpgScreenshot_2025-01-24-22-39-39-36_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpgScreenshot_2025-01-24-22-39-12-20_6604d2525654b46e33aa2968a0a78870.jpgScreenshot_2025-01-24-22-37-55-92_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg
 8 days ago 

চমৎকার ফটোগ্রাফি করেছেন ভাই। আপনার তোলা প্রতিটি ফটোগ্রাফি পরিষ্কার এবং স্বচ্ছ ছিল। বিশেষ করে বড় আকৃতি সূর্যমুখী দেখে মুগ্ধ হলাম। নাম না জানা ফুলের ফটোগ্রাফি আমি প্রথম দেখতে পেলাম। ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর ও নান্দনিক পোস্ট উপহার দেওয়ার জন্য।

 9 days ago 

আপনার ফটোগ্রাফি পোস্ট মানেই খুব সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসপত্রের ফটোগ্রাফি বড় ভালো লাগে। আপনি এত সুন্দর ফটোগ্রাফি করেন আমি মুগ্ধ হয়ে থাকি এবং আপনার প্রতিটা ফটোগ্রাফি থেকে আমি শিখি। আজকের ফটোগ্রাফি গুলো বেশ ভালো লাগলো।

 9 days ago 

সূর্যমুখী ফুল কীটপতঙ্গসহ বিভিন্ন রকমের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার চমৎকার এই ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। অসাধারণ হয়েছে আপনার ফটোগ্রাফি মূলক পোস্ট। পেঁপের পাতায় সুন্দর কীটপতঙ্গ বসে রয়েছে। সেটা আপনি ক্যামেরাবন্দি করেছেন। এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগলো।

 9 days ago 

সূর্যমুখী ফুলের ফটোগ্রাফিটা আমার কাছে বেশ ভালো লেগেছে। দারুন সুন্দর ফটোগ্রাফি আর আপনি কিন্তু আমাদের মাঝে শেয়ার করেছেন। রোদের আলোতে এই ধরনের ফটোগ্রাফি গুলো সব থেকে বেশি ভালো হয়।

 9 days ago 

খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি ও বর্ণনা পড়ে অনেক ভালো লাগলো।

 8 days ago 

সূর্যমুখী ফুল আমার ভীষণ ভালো লাগে। সবুজ পাতার ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। সব সময়ই চেষ্টা করেন চমৎকার কিছু ফটোগ্রাফি উপহার দেওয়ার জন্য। ভালো লাগলো আপনার ফটোগ্রাফি দেখে। এভাবে এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 8 days ago 

ধন্যবাদ লিমন, চেষ্টা করে যাচ্ছি সময় সুযোগ মতো কিছু ছবি তোলার।

 8 days ago 

ফটোগ্রাফি মানেই ভিন্ন ভিন্ন দৃশ্যের আগমন। ভিন্ন ভিন্ন কয়েকটি দৃশ্যের ফটোগ্রাফী দিয়ে একটি ফটোগ্রাফি অ্যালবাম সাজিয়েছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী বেশ দারুন হয়েছে ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.24
JST 0.036
BTC 98963.34
ETH 3069.35
SBD 3.97