ময়মনসিংহ তাঁত ও বস্ত্র মেলা।
শুভ রাত্রি আমার বাংলা ব্লগ পরিবার, সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের আয়োজন। আজকে আবারো একটি ভ্রমণ পোস্ট নিয়ে হাজির হলাম। গত কিছুদিন আগে ময়মনসিংহ শহরের এই চমৎকার মেলায় ঘুরতে গিয়েছিলাম। জাষ্ট অসাধারণ লেগেছে শীতের এই মেলা।
এই সবজি কাটার মেশিনগুলো আমার কাছে ভীষণ ভালো লাগলো। তারা খুব চমৎকারভাবে শসা, গাজর এগুলো মেশিনের সাহায্যে কেটে সাজিয়ে রেখেছে এবং তাদের চমৎকার মেশিনগুলো বিক্রির জন্য চেষ্টা করে যাচ্ছে। আমি খুব কাছ থেকে তাদের এই কাজগুলো দেখার চেষ্টা করলাম।
এরপর এই চমৎকার ড্রাগন ট্রেনটি দেখতে পেলাম এটি এমন একটি রাইড যে রাইডটিতে মোটামুটি সব বয়সী মানুষ উঠেছে দেখলাম। আর এই ট্রেনটির শব্দ একদমই বাস্তব ট্রেনের মতোই। সবার আনন্দ আমি স্পষ্ট দেখতে পেলাম।
এরপর আরো একটি বাচ্চাদের রাইড দেখতে পেলাম সত্যি এ ধরনের রাইটগুলো বাচ্চাদের ভীষণ আনন্দ দিয়ে থাকে। আমি বেশ সময় নিয়ে হাস্যজ্জল বাচ্চাদের আনন্দ গুলো দেখতে লাগলাম।
এরপর মেয়েদের চুড়ি এবং অন্যান্য সাজুগুজু করার জিনিসের দিকে চোখ পরলো। ইহ যদি আমার স্ত্রী সাথে থাকতো তাহলে তাকে হয়তো চুড়ি কিনে দিতাম। আর মেলায় বেশ কিছু চমৎকার চুড়ি উঠেছে দেখলাম।
যাইহোক এই এই ছিল আজকের আয়োজন। সামনের পর্বে তাঁত এবং বস্ত্র মেলা সম্পর্কে আরো বিস্তারিত আপনাদের সামনে উপস্থাপন করব। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত বিদায় নিলাম।
আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।
ময়মনসিংহ তাঁত ও বস্ত্র মেলার গিয়ে আপনি খুবই চমৎকার ফটোগ্রাফি করেছেন। শীতের রাতে তাঁত ও বস্ত্র মেলায় অনেক সুন্দর সময় কাটিয়েছেন আপনি। সবজি কাটার মেশিনগুলো সত্যিই খুব দুর্দান্ত। এর মাঝে সবজিগুলো খুব সহজেই কাটা যায়। ড্রাগন ট্রেনটি দেখে খুবই ভালো লাগলো ভাই। ধন্যবাদ ভাই আপনাকে মেলায় ভ্রমণ অনুভূতি আমাদের বাঝে শেয়ার করার জন্য।
ময়মনসিংহ তাঁত ও বস্ত্র মেলায় গিয়েছিলেন দেখে বেশ ভালো লাগলো।শীতকাল আসলেই যেন মেলার ধুম পড়ে যায়। মেলায় মেয়েদের চুরি আরো অনেক ধরনের সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। মেলায় ঘোরাঘুরি করতে অনেক বেশি ভালো লাগে। আপনি মেলায় অনেক সুন্দর সময় অতিবাহিত করেছেন।
ধন্যবাদ ভাই।
শীতকাল এলেই মেলার ধুম পরে যায়।
বেশ ভালো লেগেছিল পুরো মেলাটা ঘুরতে।
ময়মনসিংহে তাঁত ও বস্ত্র আপনি গিয়েছেন এবং বেশ ভালো সময় কাটিয়েছেন দেখে খুব ভালো লাগলো। মেলায় গেলে এই ধরনের সবজি কাটার গুলো সব সময় দেখা যায়। বিভিন্ন ধরনের সবজি কেটে কেটে সামনে সাজিয়ে রাখে এবং দেখতে ভালো লাগে। মেলায় যেতে আমার কাছেও বেশ ভালো লাগে। মেলায় এ ধরনের সবজি কাটার বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলার জিনিস চুড়ি ইত্যাদি ইত্যাদি। যাইহোক সুন্দর মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।