আমার তোলা আলোকচিত্র: নতুন কিছুর খোঁজে। || My exceptional photography.

in আমার বাংলা ব্লগ13 days ago
:) আমার তোলা আলোকচিত্র :)
নতুন কিছুর খোঁজে

Green Grey Minimalist Floral Family Photo Collage (Portrait)_20241110_163446_0000.jpg

ছবিটি কেনভা দিয়ে তৈরি

শুভ রাত্রি #amarbanglablog পরিবার 🤗 সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। আমার চোখে যা ভালো লাগে তা সবসময়ই চেষ্টা করি সুন্দর উপস্থাপনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার। শুক্রবার দিনটি আমার ফটোগ্রাফী দিবস হলেও এ সপ্তাহে আর ফটোগ্রাফী করতে পারিনি। কারন হলো আমি এমন কিছু সমস্যায় জর্জরিত হয়ে পরেছি আসলে, কোন কিছুই ঠিকভাবে করতে পারছিনা। যাইহোক বিস্তারিত আর একটা পোস্টে জানাবো।

আমি এক ফাঁকে আমার ছাদ বাগান থেকে বেশ কিছু ছবি তুলতে সক্ষম হলাম। আর যে ছবিগুলো তুলেছি এগুলো আমার কাছে নতুন কিছু, আশাকরি আপনাদের ছবিগুলো ভালো লাগবে। তো চলুন দেখে নেয়া যাক আজকের ছবিগুলো।

IMG20241029144114.jpg

IMG20241029144108.jpg

IMG20241029144105.jpg

এগুলো গাছের শেকড়, হয়তো আপনি কিছুটা অবাক হচ্ছেন এগুলো দেখে। যাইহোক, ছাদে বেশ কিছু গাছের টব রয়েছে আমার। আর এগুলোর মধ্যে কিছু প্লাস্টিকের ব্যাগ রয়েছে যেগুলোতে বিভিন্ন গাছপালা লাগানোর হয়েছে। একটা টব সরানোর পর দেখলাম নিচে চমৎকার গাছের শেকড় গজিয়েছে। সত্যিই দেখে অবাক হলাম। তাই ভাবলাম আপনাদের দেখাই।

IMG20241029131228.jpg

IMG20241029131230.jpg

IMG20241029131236.jpg

হলুদ বেগুন দেখেছেন কে কে ? 😀
আমার গাছের বেগুন এটা। যাইহোক দুষ্টুমি করলাম, এটাতে সবুজ বেগুন ধরেছিল, এরপর পেকে হলদে রঙের হয়ে গেছে। যাইহোক চিন্তা করলাম আপনাদের এই চমৎকার বেগুনটা দেখানো দরকার।

IMG20241103123425.jpg

IMG20241103123407.jpg

IMG20241103123402.jpg

কলমি শাকে ফুল ফুটেছে ইদানিং, তবে গাছগুলো মারা যেতে শুরু করেছে। তবে বেশ কিছু ফল ধরেছে, এগুলোর মধ্যে বিচি রয়েছে। এগুলো আগামীবার আবারো কলমি গাছ লাগানোর উপাদান হবে। তবে এবার প্রচুর শাক খেতে পেরেছি, আলহামদুলিল্লাহ।

IMG20241030135101.jpg

IMG20241030135054.jpg

আমার গাছের চাল কুমড়া এবং ঝিঙে। গত কিছুদিন আগে বলেছিলাম আমার গাছে চাল কুমড়া ধরেছে। যাইহোক মোটামুটি যখন বড় হয়েছে তখনই চাল কুমড়া নিলে এলাম রান্নার জন্য। আর ঝিঙে ধরেছে বেশকিছু, কয়েকটি খাওয়া উপযোগী হয়েছে।
যাইহোক এই ছিল আমার আজকের আয়োজন, সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম।

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprBuaFXCr82CTsKbNB2mnNaEN5pcM3XgJqwJcVLgAYCJ5w4Ato9GkiZvkMEdbqpeT7vKb2czdSZrxpKp9pGvaq3xDR4V7YvjBZ1Qhx7RZ2BRJj98.png

Black and White Modern Company Presentation (1).gif

background-2029771_640.png

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Sort:  
 13 days ago 

আপনার তোলা আলোকচিত্র প্রদর্শনী দেখে খুবই ভালো লাগলো। প্রতিটি ফটোগ্রাফি তাজা ছিল। সুন্দর করে গুছিয়ে বর্ণনা করলেন ভাই। কলমি শাক ও গাছের শেকড় এর ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে ভাই। তবে হলুদ বেগুন আমিও দেখিনি, আপনার ফটোগ্রাফির মাঝে আমি প্রথম দেখতে পেলাম। ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর ফটোগ্রাফি পোস্ট উপহার দেওয়া জন্য।

 13 days ago 

আপনার মোবাইলে ধারণ করা চমৎকার এর রেনডম ফটোগ্রাফি গুলো দেখে ভালো লেগেছে আমার। খুব সুন্দর ভাবে আপনি বেশ কিছু ফটোগ্রাফি উপস্থাপন করেছেন। অনেক অনেক সুন্দর ছিল প্রত্যেকটা ফটো।

 13 days ago 

ভাইয়া আপনার সমস্যার কথা জানার অপেক্ষায় রইলাম। তাছাড়া যখন আমরা কোনো সমস্যায় পড়ি তখন মন মেজাজ সব কিছু খারাপ থাকে তারজন্য ঠিক মতো কোনো কাজ করা হয়ে ওঠে না। যাই হোক তারপর ও আপনি কিন্তু খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার ছাদ বাগানের প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। চাল কুমড়া ও ঝিঙে দেখে বেশি ভালো লাগলো। আপনার বাগানে তো বেশ সবজি গাছ রয়েছে দেখছি। সবজি গাছ থাকলে বরং উপকারই আছে। ধন্যবাদ ভাইয়া এত চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 13 days ago 

ভাইয়া আপনার ছাদ বাগানে তো দেখছি অনেক গাছ রয়েছে। খাওয়ার জন্য চাল কুমড়া আর ঝিঙে তুলে আনলেন। গাছের শিকড়ের ফটোগ্রাফি টা বেশ সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 13 days ago 

ভাই আপনার শেয়ার করা এই ফটোগ্রাফি পোস্টের মধ্যে নতুনত্ব লক্ষ্য করা যাচ্ছে। যদিও এর আগে আমি হলুদ রঙের বেগুন দেখেছি তার পরে ওইটা দেখে অনেক ভালো লাগছে। এছাড়াও আপনার শেয়ার করা অন্যান্য ফটোগ্রাফি গুলো ও আপনার কাছে খুবই ভালো লেগেছে।

 13 days ago 

আজ আপনি খুব চমৎকার কিছু আলোকচিত্রী আমাদের মাঝে শেয়ার করেছেন খুবই সুন্দর হয়েছে আপনার করা ফটোগ্রাফি গুলো।খুব দারুন ভাবে উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো।

 13 days ago 

সুন্দর সুন্দর বেশ কিছু ফটোগ্রাফি করেছেন ভাই। দেশে বেশ ভালো লাগলো। এ ধরনের ফটোগ্রাফি গুলো আমার অনেক ভালো লাগে। আপনার তলা বেগুনের ফটোগ্রাফি দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 13 days ago 

ভাইয়া আপনার ফটোগ্রাফি মানেই নতুন কিছু। আসলে নতুনত্ব খোঁজার মাঝে অনেক আনন্দ আছে। আর ফটোগ্রাফির ভিন্নতা দেখতেও ভালো লাগে। অসাধারণ সব ফটোগ্রাফি গুলো সুন্দর করে উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো।

 13 days ago 

প্রত্যেক শুক্রবারে আপনি ফটোগ্রাফি পোস্ট করে থাকেন কিন্তু এই শুক্রবারে নানান সমস্যার কারণে ফটোগ্রাফি পোস্ট করতে পারেননি। আজ আপনি ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন। প্রত্যেকটি ফটোগ্রাফি ভীষণ সুন্দর হয়েছে। হ্যাঁ ভাইয়া আমিও হলুদ বেগুন দেখেছি। সবুজ বেগুন কাঁচা থেকে পেঁকে হলুদ হয়ে গিয়েছে। দেখতে সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে সুন্দর ফটোগ্রাফি গুলো এতো সুন্দর উপস্থাপনা করে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.21
JST 0.036
BTC 98546.61
ETH 3370.70
USDT 1.00
SBD 3.14