আমার তোলা আলোকচিত্র।
|
---|
শুভ রাত্রি #amarbanglablog পরিবার 🤗 সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। আমার চোখে যা ভালো লাগে তা সবসময়ই চেষ্টা করি সুন্দর উপস্থাপনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার।
গত কয়েকদিন আগে আমার খালাম্মা মারা যান এবং তাদের গ্রামের বাড়ি ছুটে গিয়েছিলাম আমি। তাদের গ্রামটা শহর থেকে অনেকটাই ভেতরে, অনেকটাই পথ সিএনজিতে যেতে হয়। চারিদিকে একদমই হিমশীতল আবহাওয়া বিরাজ করছিল। যাইহোক খালাম্মাকে দাফনের পর আমরা গ্রামের মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম, ফেরার পথে গ্রামের নয়নাভিরাম সৌন্দর্য চেষ্টা করেছি ক্যামেরায় ধারণ করার। তো চলুন দেখে আসি গ্রামীণ সৌন্দর্য।
ছবির অবস্থান :- ময়মনসিংহ, বাংলাদেশ।
দুপুরের দিকে অল্প কিছু সময়ের জন্য সূর্যের দেখা পেয়েছিলাম। যখন সুপারি বাগানের দিকে এগিয়ে যাচ্ছিলাম ঠিক তখনই মনে হচ্ছিল সূর্য রশ্মি গাছগুলো ভেদ করে সামনের দিকে ছুটে আসছে।
ছবির অবস্থান :- ময়মনসিংহ, বাংলাদেশ।
আরো একটু সামনে এগিয়ে আসতেই, আস্তো একটা সূর্যের দেখা পেলাম। তার ঝকমকে আলোয় চোখ ছানাবড়া।
ছবির অবস্থান :- ময়মনসিংহ, বাংলাদেশ।
মাথার উপর সারি সারি সুপারি গাছ, উপরের দিকে তাকিয়ে মনে হচ্ছিল যেন কোন বড় জঙ্গলে হারিয়ে যাচ্ছি। তবে সত্যিই মনমাতানো দৃশ্য।
ছবির অবস্থান :- ময়মনসিংহ, বাংলাদেশ।
সুপারি বাগানটি পার হয়েই দেখা পেলাম তাল গাছের সারি। রাস্তার দুই ধারে অসংখ্য তাল গাছ লাগানো হয়েছে। সত্যিই নয়নাভিরাম দৃশ্য এটি।
ছবির অবস্থান :- ময়মনসিংহ, বাংলাদেশ।
সরু শাখা নদী গ্রামের আরেক সৌন্দর্য। নদীটা বর্ষাকালে ফুলে ফেঁপে ওঠে। কিন্তু শীতের এই সময়টাতে পানি খুব কম থাকে, আর এই অল্প পানিতে হাঁসের জুটি মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে।
ছবির অবস্থান :- ময়মনসিংহ, বাংলাদেশ।
সরু শাখা নদীর উপর মাছ ধরার জন্য বিশেষ ধরনের মাচা বানানো হয়েছে। যা এখন আপাতত ব্যাবহার হচ্ছে না তাই ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। তবে যাইহোক ব্যাপারগুলো ছবির মতো সুন্দর।
পরিশেষ
এই ছিল আমার আজকের আয়োজন আশাকরি ছবিগুলো আপনাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত বিদায় নিলাম।
আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।
পুশ প্রমোশন
দারুন কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম আপনার পোস্টের মাধ্যমে। প্রত্যেকটি ফটোগ্রাফি ভীষণ সুন্দর হয়েছে। সুপারি গাছের মধ্যে সূর্যের কিরণ চারিদিকে ছড়িয়ে পড়েছে দৃশ্যটি দেখতে অপূর্ব লাগছে। কোথায় একটা বলেছিলাম কাজল দিঘির জলে, হাঁস গুলো চাই ভেসে। পুকুরে হাঁসের সাঁতার কাটার দৃশ্য দেখে কবিতাটি মনে পড়ে গেলো। নদীর উপর মাছ ধরার জন্য বিশেষ ধরনের মাচা এর আগে আমি কখনো দেখিনি। প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লাগলো ভাইয়া। সুন্দর উপস্থাপনার মধ্যে ফটোগ্রাফি গুলো তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।
🤩
প্রথমে আপনার খালাম্মা জন্য দোয়া রইল। সৃষ্টিকর্তা যেন আপনার খালাম্মাকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করেন। আপনি গ্রামের বাড়িতে গিয়ে হিমশীতল আবহাওয়ার চমৎকার সৌন্দর্য আমাদের মাঝে তুলে ধরেছেন ভাই। সুপারি বাগানের মনোরম দৃশ্য অনেকদিন পর দেখতে পেলাম। তাল গাছের সারি অপরূপ সৌন্দর্য বিরাজ করছে। ধন্যবাদ ভাই আপনাকে, গ্রামীন পরিবেশের চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।
খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। আপনার এই সৌন্দর্যময় ফটোগ্রাফি এবং বর্ণনা করে অনেক ভালো লাগলো শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আমার পোস্ট পড়ে আপনার মতামত ব্যক্ত করার জন্য।
https://x.com/emranhasan1989/status/1870161653809197143?t=wV_aaiNeKQsp6ehO_dpzow&s=19
ফটোগ্রাফি মানেই ভালোলাগার অন্য একটি মাধ্যম। যেখানে ভিন্ন ভিন্ন আলোকচিত্রর সাথে নানাবিধ তথ্য পাওয়া যায়। যেমন আপনার ফটোগ্রাফি পোস্টে বেশ কয়েকটি ভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখতে পেলাম সুপারি গাছ তাল গাছ সহ আরো বেশ কয়েকটি ফটোগ্রাফি যা আমার হৃদয়কে ছুয়ে দিয়েছে। এরকম হৃদয় জুড়ানো ফটোগ্রাফি গুলি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।
ওয়াও আপনি আজকে অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দিয়েছেন।এইরকম এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখতে খুবই ভালো লাগে। তাল গাছের ফটোগ্রাফি ও সূর্যের ফটোগ্রাফি দারুণ হয়েছে। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
আপনার খালা আম্মার জন্য দোয়া রইল আল্লাহ তায়ালা যেনো ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন আমীন। ছবি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। গ্রামের পরিবেশ সব সময়ই ভালো লাগে। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।