আমার ছাদ বাগান সমাচার এবং ভিডিওগ্রাফি।
|
---|
শুভ রাত্রি #amarbanglablog পরিবার 🤗 সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। মোটামুটি সবাই জানেন আমার ছোট্ট একটা ছাদ বাগান রয়েছে, আর সেখানে বিভিন্ন শাক সবজি এবং ফুল গাছ লাগিয়েছি। আসলে বাড়িওয়ালা আমাকে একদম নিজের ছেলের মতো দেখেন তাই পুরো ছাদ আমাকে ছেড়ে দিয়েছেন গাছপালা লাগানোর জন্য। মূলত তিনি অসুস্থ এবং তার একমাত্র ছেলে বিদেশে থাকায় তিনি আমাকে বিশেষ স্নেহ করেন। যাইহোক ছাদটা নিজের দখলে পেয়ে সত্যিই ভীষণ ভালো লেগেছিল। আমি যেহেতু গাছপালা ভীষণ পছন্দ করি তাই এটা ছিল আমার জন্য দারুন সুযোগ।
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।
আমি প্রথমেই ছাদের উপর কিছু পুরনো টবের সন্ধান পাই এবং সেগুলো নিয়ে কাজে নেমে পরি । এরপর ধীরে ধীরে বেশ কিছু টব এবং প্লাস্টিকের ব্যাগে মাটি দিয়ে গাছ লাগানো শুরু করে দেই। এরপর ধীরে ধীরে গাছগুলো বড় হতে থাকে। ইতিমধ্যে মিষ্টি আলু শাক, পুঁইশাক, কলমি শাক, লাউ শাক, কুমড়া শাক এবং থানকুনি পাতা নিয়মিত খেতে পারছি।
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।
মজার ব্যাপার হলো থানকুনি পাতা লাগিয়েছি ককশিটের মধ্যে যেখানে রয়েছে সামান্য মাটি এবং সবজির খোসা। যাইহোক দিব্যি তরতরিয়ে বড় হয়ে উঠছে আমার থানকুনি পাতা।
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।
করলা শুরু থেকে ধরলেও ঝিঙে এবং লাউ একদমই হচ্ছিল না। আলহামদুলিল্লাহ খুশির খবর হলো লাউ এবং ঝিঙে ধরতে শুরু করেছে, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি খাওয়ার উপযোগী হয়ে উঠবে। এরকম গাছে লাউ ধরলে কার না ভালো লাগে বলুন 😀
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।
ওহ্ বলতে ভুলে গেছি, আমার গাছে কিন্তু বেগুন ধরেছে 😀 পুঁইশাক তরতরিয়ে বড় হয়ে উঠছে আর এলোভেরা জুস খাওয়ার উপযোগী হয়ে গেছে।
আমার কিন্তু একটা মেহেদী গাছ রয়েছে। শুধুমাত্র চিকন একটা ডাল লাগিয়েছিলাম আর আজ একটা গাছে রুপান্তরিত হয়ে গেছে। তাছাড়াও ছাদে তুলসী গাছ, পুদিনা গাছ এবং শসা গাছ রয়েছে। কাঁচামরিচ সবে মাত্র ফুল ধরেছে, হয়তো খুব তাড়াতাড়ি খেতে পারবো। যাইহোক এই ছিল আমার ছাদ বাগানের বিস্তারিত সমাচার। নিচে ছোট্ট একটি ভিডিও ক্লিপ দিলাম আশাকরি ভালো লাগবে। তো চলুন ভিডিওটি দেখে আসি।
পরিশেষ
আশাকরি আমার আজকের পোস্ট আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন।
আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।
ছাদ বাগানে এরকম শাকসবজি ভরপুর থাকলে তো ভালোই লাগে। বর্তমানে শাক সবজির যেই দাম বাড়ছে সে ক্ষেত্রে এরকম একটা ছাদ বাগান থাকলে তো ভালোই হয়। বিভিন্ন রকম শাকসবজির ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি দেখে ভালো লাগলো। গাছে লাউ এবং ঝিঙে খুব সুন্দর লাগছে দেখতে।
অনেক অনেক ভালো লাগলো আপনার সাথ বাগান দেখে। যেখানে বিভিন্ন রকম শাকসবজির গাছ রয়েছে। এলোভেরার গাছ দেখে অনেক ভালো লাগলো। সব মিলে দারুন একটি ছাদ বাগান তৈরি করেছেন।
বাহ ভাই সত্যি বেশ চমৎকার লাগল আপনার পোস্ট টা। প্রথম দিকে একটু হতাশা আসলেই পরবর্তীতে যখন গাছে সবজি ধরতে শুরু করল তখন সেটা পুরোপুরি কেটে গেল। সবজির চাহিদা পূরণ হওয়ার পাশাপাশি দেখতেও বেশ চমৎকার লাগছে। সুন্দর করেছি ফটোগ্রাফি গুলো ভাই। সুন্দর ছিল ভিডিওগ্রাফি টা।
ধন্যবাদ তোমাকে।
প্রথমে শাক সবজি তেমন হতো না, তখন সত্যিই খারাপ লাগতো। এখন ধীরে ধীরে গাছগুলো বড় হচ্ছে এবং শাক সবজি খেতে পারছি, সত্যিই ভালো লাগে।
ছাদ বাগানের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি দুটোই চমৎকার ছিল। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে ছাদের উপরে এত সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করেছেন যেটা খুবই সুন্দর একটি বিষয়। আপনার এই পোস্টটা থেকে অনেক কিছু শেখার আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ ভাই।
চেষ্টা করে যাচ্ছি কিছু গাছপালা লাগানোর।
আমার ছাদ বাগান দেখে বাড়িওয়ালা কাকা খুব খুশি।
আপনার সবজি বাগানে দেখছি বিভিন্ন ধরনের সবজি আছে ।লাউ ,বেগুন, ঝিঙ্গে ,থানকুনি পাতা ,কড়লা বাড়িতে ছোট একটি সবজি বাগান তৈরি করাই ভালো ।তাহলে বিষমুক্ত সবজি খাওয়া যায় ।ধন্যবাদ ভাইয়া
আপনার ছাদ বাগান সমাচার এবং ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার ছাদ বাগানের ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম ভাই। তরতাজা ও স্বাস্থ্যসম্মত শাকসবজি দেখতে পেলাম। সম্পূর্ণ ভিডিও দেখে শুধু সবুজ শাকসবজির সমারহ দেখতে পেলাম। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর ভিডিওগ্রাফি পোস্ট উপহার দেওয়ার জন্য।