ইলমা খাসিটির নাম সাধু রেখেছে এটা শুনে খুবই ভালো লাগলো আর আপনার আব্বুর জন্য দোয়া করি তিনি যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন। আমাদেরও এবার একটা খাসি কোরবানির রয়েছে যাই হোক মহান সৃষ্টিকর্তার দোয়া করি তিনি যেন আমাদের সবার কোরবানি কবুল করেন এই প্রত্যাশাই করি।