সিরিজ রিভিউ || দি মানি হাইস্ট || প্রথম পর্ব

in আমার বাংলা ব্লগ13 days ago (edited)
1000004951.jpg

আজ - শুক্রবার

২১, কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
নভেম্বর ৯, ২০২৪ খ্রিষ্টাব্দ

🌺 চলুন শুরু করি 🌺

হিন্দু ভাইদের নমস্কার এবং মুসলমান ভাইদের কে সালাম জানিয়ে আজকের নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি..! আশা করি সবাই শেষ পর্যন্ত পাশে থাকবেন

আমি তো আপনাদের মাঝে সচরাচর মুভি শেয়ার করি, নাটক শেয়ার করি এবং সে সাথে হিন্দি ডাবিং ও কিছু শেয়ার করি। আসলে সত্যি বলতে আমি মুভি দেখতে অনেক বেশি পছন্দ করি আর মুভি দেখার মধ্য নতুন, নতুন অনেক ধরনের এক্সপেরিয়েন্স লুকিয়ে থাকে এবং সেই সাথে লুকিয়ে থাকে অনেক শিক্ষা। যাহোক আমার মত যারা মুভি লাভার রয়েছেন তাদেরকে আমি কমেন্ট বক্সে দেখতে চাই, আজকে আমি আপনাদের মাঝে চমৎকার একটি সিরিজের প্রথম পাটটি রিভিউ করার চেষ্টা করব। আসলে একটি সিরিজ অনেক বড় হয়ে থাকে তাই আমি যদি এটি সম্পূর্ণরূপে শেয়ার করতে চাই তাহলে এই পোস্টটি অনেক বেশি লম্বা হয়ে যাবে। তাই আমি আপনাদের মাঝে ধাপে, ধাপে একটি একটি করে পাট শেয়ার করার চেষ্টা করব তাহলে হয়তো বা আপনাদের এই রিভিউ পোস্টটি আরো বেশি ভালো লাগবে এবং বোধগম্য হবে সবার জন্য। তো আজকে আমি যেই সিরিজ টি শেয়ার করব সেই সিরিজটির নাম ‌‌ "মানি হাইস্ট"এই সিরিজটি আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে মানুষের চিন্তা ধারা কতটা উচ্চপর্যায়ে যেতে পারে এবং কিভাবে মাস্টার প্ল্যান এর মাধ্যমে ব্যাংক থেকে টাকা চুরি নয় পুরো ব্যাংকে গিয়ে টাকা ছাপিয়ে সেই টাকা পাচার করার প্রত্যেকটা মুহূর্ত আপনার উপভোগ করতে পারবেন।

ছবির নামদ্য মানি হিস্ট
অভিনয়উরসুলা করবেরো,আলভারো মর্তে,পেদ্রো,আলোনসো,প্যাকো সব,আলবা ফ্লোরেস,মিগুয়েল হেরান
মূল ভাষাস্প্যানিশ
পর্বের সংখ্যা ‌৪১
সময় ‌৬৭–৭৭ মিনিট (অ্যান্টেনা ৩)৪২–৭৬ মিনিট (নেটফ্লিক্স)
মুক্তি2 মে - 23 নভেম্বর 2017

চলুন প্রথম পর্যায়ে এই মুভির কিছু গুরুত্বপূর্ণ ক্যারেক্টারের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেই তাহলে তাদের নাম করলে আপনারা বুঝতে পারবেন আমি কার কথা বলছি।

  • টোকিও
  • বার্লিন
  • ডেনভার
  • রিও
  • হিলসিল কি এবং অসকো
  • নেইরোবি
  • প্রোফেসর
1000004957.jpg

স্ক্রিনশর্ট সোর্স: ম্যাক্স প্লেয়ার

এর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং ক্যারেক্টার হচ্ছে প্রফেসর কারণ ১৯ বছরের পরে যখন আইডি কার্ড করার জন্য সবাইকে ডাকা হয় তখন উনি আইডি কার্ড করেন নাই। ওনি কার্ডটি কোন সময় আর করে নাই যার কারণে এই পৃথিবীতে ওনার কোন আইডেন্টিটি নেই বলা যায় উনি একজন ভূত। তো চলুন প্রথমে এই সিরিজের ইন্ট্রোডাকশন পাট আপনাদের মাঝে শেয়ার করি । সেটা হচ্ছে প্রথমে আমরা দেখতে পাই যে টোকিও ওর মায়ের সঙ্গে কথা বলছে এবং এর আগেও একটা চুরি করেছিল যার জন্য পুলিশ ওর পুরো বাড়ি গিয়ে ঘিরে নিয়েছে এবং ওর মাকে দিয়ে পুলিশ ফোন করিয়ে কথা বলার সে যেন টুকি ও বাড়িতে ফিরে আসে এবং পুলিশ তাকে গ্রেফতার করতে পারে।

1000004949.jpg

স্ক্রিনশর্ট সোর্স: ম্যাক্স প্লেয়ার

টোকিও এই বিষয়টা একেবারেই বুঝতে পারেনি যে ওর বাড়িতে এখন পুলিশ রয়েছে। কিন্তু প্রফেসর টোকিওর উপরে অনেকদিন ধরে নজর রাখছিল তো এক পর্যায়ে প্রফেসর গাড়ি নিয়ে টোকিও কে একটা ক্যামেরার মাধ্যমে ছবিতে দেখাই যে পুরো একটা পুলিশের টিম তার বাড়ি ঘেরাও করেছে এবং প্রফেসর তাকে ওখানে যেতে নিষেধ করে তো এভাবে প্রথমে টোকিও সঙ্গে প্রফেসরের পরিচয় হয়। এবার প্রফেসর একটা লিস্ট তৈরি করে যে লিস্টের মধ্যে যারা এমন বেআইনি কাজ করে এবং পালিয়ে বেড়াচ্ছে তাদেরকে এক জায়গায় নিয়ে এসে প্রফেসর ট্রেনিং দেয় কিভাবে চুরি করতে হয়।

1000004947.jpg

স্ক্রিনশর্ট সোর্স: ম্যাক্স প্লেয়ার

আসলে এখানে প্রফেসর ছোটখাটো চুরি করছিল না একটি বড় ব্যাংক ডাকাতি করার কথা ভাবছিল এবং তারা ব্যাংকে গিয়ে কোন প্রকার টাকা নিবে না তারা ব্যাংক হাইজ্যাক করার মাধ্যমে ওখানে টাকা ছাপানোর মেশিন দিয়ে টাকা ছাপাবে এবং শেষ পর্যন্ত ওখান থেকে টাকা সঙ্গে নিয়ে যাবে তো এভাবে ধীরে ধীরে তাদের প্ল্যান অনুযায়ী তারা চলতে থাকে এবং যারা ব্যাংকের মধ্যে রয়েছে তাদেরকে সবাইকে আটক করে। এবং সবাইকে একরকম মাস্ক পড়িয়ে দেয় যার ফলে পুলিশ তাদের কাউকে চিনতে পারেনা এবং কোনভাবেই গুলি চালাতে পারে না। তো এভাবেই প্রফেসর যেভাবে প্ল্যান করেছিল প্ল্যান মোতাবেক সবকিছু চলছিল।

1000004953.jpg

স্ক্রিনশর্ট সোর্স: ম্যাক্স প্লেয়ার

কিন্তু তারা যখন সবার ফোন কালেক্ট করছিল এক জায়গায় রাখার জন্য তখন একজন চালাকি করে নিজের ফোন লুকিয়ে রেখেছিল এবং যারা চুরি করতে এসেছিল তাদের একটা ছবি উঠিয়ে ইন্টারনেটের মাধ্যমে পুলিশের কাছে দিয়ে দিয়েছিল তো এভাবে ধীরে, ধীরে তারা যে প্ল্যানগুলো করছিল সেই প্ল্যান ফেল হতে থাকে । কারণ তারা প্রফেসরের দেওয়ার নিয়ম গুলো ভেঙে ফেলেছিল তো প্রফেসর তো কাঁচা খিলাড়ি নয় সেজন্য এ‌ বি সি থেকে শুরু করে অনেক ধরনের প্ল্যান করে রেখেছিলেন। যে যদি একটা প্ল্যান কাজ না করে তাহলে আমরা পরবর্তী প্ল্যানের মাধ্যমে আমাদের সফলতা অর্জন করব।

1000004955.jpg

স্ক্রিনশর্ট সোর্স: ম্যাক্স প্লেয়ার

তো প্রথম পর্বটা এভাবেই শেষ হয়ে গিয়েছিল দ্বিতীয় পর্বে আরো চমক রয়েছে আশা করি আপনারা দ্বিতীয় পর্ব পর্যন্ত আমার পাশেই থাকবেন এবং এই সিরিজটা উপভোগ করবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষন পাশে থেকে ব্লগটি উপভোগ করার জন্য আবারো খুব শীঘ্রই নতুন কোন পোস্ট নিয়ে আমি হাজির হবো ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ।

আমি এই সিরিজের প্রথম পর্বটি ১০/৯ দিতে চাই কারণ এটি আমার ব্যক্তিগতভাবে অনেক বেশি ভালো লেগেছে।

সিরিজটি থেকে পাওয়া শিক্ষা

আপনারা যখন এই সিরিজটি সম্পূর্ণভাবে শেষ করবেন তখন আসল শিক্ষাটা আমার মনে হয় অর্জন করতে পারবেন তবে এই পর্ব থেকে আমরা যা বুঝতে পারলাম যে প্রত্যেকটা কাজ করতে হলে অবশ্যই ভেবে চিন্তে করতে হবে এবং একটি প্ল্যান মোতাবেক করতে হবে তাহলেই সেই কাজই খুব দ্রুতই সফলতা আসবে

ব্লগার@emonv
ডিভাইসTecno camon 20
শ্রেণী ‌রিভিউ পোস্ট
লোকেশনসিরাজগঞ্জ মৎস্য ডিপ্লোমা

🔚 সমাপ্তি

Screenshot_20240511-225100.jpg

আমার নাম মোঃ ইউনুস আলী ইমন। বর্তমানে আমি সিরাজগঞ্জ মৎস ইনস্টিটিউট এর একজন ছাত্র হিসেবে পড়াশোনা করছি। এছাড়া পরিচয় দেওয়ার মতো এখনো কিছু করে উঠতে পারেনি তবে নিজের ব্যক্তিত্ব এবং ক্যারিয়ারের উপরে কাজ চলমান......। আমি নিজেকে ভেঙে চুড়ে নতুন করে আবিষ্কার করতে অনেক পছন্দ করি এবং আমি মানুষকে সাহায্য করতে অনেক ভালোবাসি। আমি প্রায়শই নিজেকে আবিস্কার করি। কেননা এটা আমার কথায় এবং লিখাতে নতুন স্বাদ যুক্ত করে, যার ফলে আমি নিজের সবথেকে ভালো টুকু আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। আমি প্রতিদিন একবার নিজের সাথে কথা বলি, কারণ এটা আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেয়। আমি ভ্রমণ করতে এবং ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। আমি প্রতিনিয়ত নতুন ,নতুন মানুষদের সাথে মিশে তাদের জীবনের অভিজ্ঞতার ভালোটুকু আমার জীবনে বাস্তবায়িত করতে পছন্দ করি। আপনাকে স্বাগতম আমার সম্পর্কে জানতে আগ্রহী হওয়ার জন্য। ভালোবাসা রইলো অবিরাম সবাইকে 💝।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...Lv2At2mGmrfEMg6f1U32Fbx5AMXoYvtwxPoGN64iEBA4Rv1YhRRuUftAwRmKthwLZXLSTwWxtFD7Sj1QyBBErTgPny6vsjAKSJvXy9ovR9TDNhx7vqPZQ8nKqg.png


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

Sort:  
 12 days ago 

ওরে বাবা! মারাত্মক একটা সিরিজের রিভিউ করা শুরু করেছে। কিছুদিন আগেই দি মানি হাইস্ট সিরিজটি দেখা শেষ করলাম।এক কথায় প্রফেসরের প্ল্যানগুলো মারাত্মক।যাইহোক আজকে আপনি দি মানি হাইস্ট সিরিজের প্রথম পর্বের রিভিউ অনেক সুন্দর ভাবে শেয়ার করেছেন।পরবর্তী পর্ব দেখার অপেক্ষায় রইলাম।

 12 days ago 

মুভি বা সিরিজ রিভিউ এর ক্ষেত্রে ব্যক্তিগত মতামত, রেটিং এবং ট্রেইলার লিঙ্ক দেওয়া আবশ্যক। এইগুলো না দিলে পোস্ট কিউরেশনে যাবে না।

 9 days ago 

আমি খুবই দুঃখিত দাদা 😞, আসলে আমার এক্সাম চলছে তো এই জন্য এদিকে গুরুত্ব দিতে পারিনি। আমি আজকে ঠিক করে নিচ্ছি। 💞💞

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 98043.90
ETH 3346.07
USDT 1.00
SBD 3.02