রঞ্জনা মুভি রিভিউ || ১০% সবার প্রিয় @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

Screenshot_20220613-125730.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

হ্যালো..!!
আমার প্রিয় স্টিমিট বন্ধুরা,
আমি বাংলাদেশ থেকে @emonv
আজ সোমবার, মে ১৩/২০২২

আমার প্রাণের প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম আজকে আমার পোষ্টের বিষয় হচ্ছে একটি মুভি রিভিউ । মুভিটির নাম হচ্ছে রঞ্জনা। আমি ব্যক্তিগতভাবে মুভি দেখতে অনেক ভালোবাসি তবে এই কদিন সময় করতে পারছিলাম না বলে মুভি দেখাতে পারিনি তার উপরে আর কিছুদিনের মধ্যে আমার ফাইনাল এক্সাম এর জন্য আরও ব্যস্ত। যাই হোক অবশেষে সময় বের করে এই মুভিটি দেখেছি এবং আমার কাছে ব্যক্তিগতভাবে মুভিটি খুবই ভালো লেগেছে তাই ভাবলাম আপনাদের মাঝে মুভিটি শেয়ার করা যায়। তবে চলুন দেখে আসা যাক মুভিটির বিস্তারিত।

নামরঞ্জনা
পরিচালকআনন্দ এল রাই
অভিনয়ধানুশ ,সোনম কাপুর, অভয় দেওল
দৈর্ঘ্য১৪৬ মিনিট
ভাষাহিন্দি
মুক্তির তারিখ21 জুন 2013
বক্স অফিস₹ 94 কোটি

তথ্যগুলো উইকিমিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে

"মুভিটির সারসংক্ষেপ"

Screenshot_20220613-131300.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

এই মুভিটির শুরুটা হয় স্কুল জীবনের প্রেম থেকে , যেখানে নায়ক প্রথমে যখন নায়িকাকে প্রপোজ করে তখন নায়িকা নায়কের গালে কষে একটা থাপ্পর মারে ☺️ কিন্তু নায়ক এতে নারাজ না হয়ে বরং আরো খুশি হয় এবং নায়িকা এটি দেখে সেও বেশ খুশি খুশি ভাব । তখন নায়িকা নায়ক কে বলে যে কালকে আবার এসো থাপ্পর খেতে। এবার নায়ক ভাবে নিশ্চয়ই আমাদের ভিতরে কিছু একটা রয়েছে না হলে আমাকে এভাবে তো ডাকবে না ? সেই অনুযায়ী নায়ক একটা চিঠি নিয়ে পরদিন আবার দেখা করতে আসে এবং নায়িকাকে ওই চিঠি দিয়ে প্রপোজ করে নায়িকা চিঠি পড়ে পুনরায় আবার নায়েক কে একটা থাপ্পর মারে এবং এবারও নায়ক অনেক খুশি হয় কিন্তু যখন নায়িকা নায়ক এর গলায় একটা মানলি দেখল তখন নায়িকা বুঝতে পারল নায়ক তাদের ধর্মের নয় অন্য ধর্ম পালন করে। কিন্তু নায়িকার বাবা মা যদি ছেলে অন্য ধর্মের হয় তাহলে কখনই নায়িকাকে ছেলের হাতে তুলে দেবে না এটা ভেবে নায়িকা কষ্ট পাই।

Screenshot_20220613-125428.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

এবার নায়িকার বাবা মা যখন দেখল যে তাদের মেয়ে এখানে প্রেম করেছে তাই তারা তৎক্ষণাৎ নায়িকা কে শহর থেকে অনেক দূরবর্তী একটি শহরে পড়াশোনা করার জন্য পাঠিয়ে দেন যাতে নায়িকা নিজের পায়ে দাঁড়িয়ে বাস্তবতাটা বুঝতে পারে । এখানে লক্ষণীয় নায়িকার বয়স যেহেতু অনেক কম ছিল তাই ছেলেবেলায় তার মাঝে ইমোশন একটু বেশি কাজ করছিল তাই তার বাবা-মা তার ভালো বন্ধু ভেবে এই কাজটি করে এবং নায়িকা যখন অন্য একটি শহরে পড়তে যাই তখন সেখানে তার সঙ্গে একটি ছেলের দেখা হয় এবং ছেলেটি তাকে অনেক সাহায্য করে। শহরে কিভাবে চলতে হয় এবং তার ছোটখাটো হেলপ গুলো সেই ছেলেটা করে একসময় নায়িকা ছেলেটার প্রেমে পড়ে যাই। এদিকে এই মুভিটির মূল চরিত্র অর্থাৎ আমাদের নায়ক নায়িকার ভালবাসাই অনেকবার আত্মহত্যা করার চেষ্টা করেছিল কিন্তু নায়কের বন্ধু তাকে বাঁচিয়ে নেই এভাবে দিনকাল চলতে থাকে তখন হঠাৎ করে একদিন নায়িকা আবার তাদের বাড়িতে বেড়াতে আসে এবং নায়ক সেটা দেখতে পাই কিন্তু প্রথমত নায়িকা নায়ক কে চিনতে পারে না । শেষ পর্যন্ত যখন নায়িকা নায়ক কে চিনে তখন নায়িকা বলে ছোটবেলায় কত কিছুই করেছি এগুলো মনে রাখতে নেই তখন নায়ক অনেক কষ্ট পাই।

Screenshot_20220613-131442.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

এদিকে নায়িকা যে শহরে পড়ছিল সেখানকার ছেলেটার সঙ্গে নায়িকার বিবাহর কথা হয় এবং বিবাহ দিতে আমাদের নায়ক অনেক সাহায্য করেছিল কেননা সে চাচ্ছিল তার প্রিয় মানুষটি যেন কোনো মূল্যে সুখে থাকে হয়তোবা সে তার না হল তাতে কি ? এভাবে যখন নায়িকার বিয়ে হয়ে যাচ্ছে তখন নায়ক এরপর নায়ক অনেক কষ্ট পায় এবং নায়িকা কে বলে যে তোমার বিয়ে হয়ে যাচ্ছে তো কি ? তোমার বিয়ের দিনই আমি যে কোন একটা মেয়েকে বিয়ে করে ফেলবো তুমি সুখে থাকবে আর আমি তোমার আশায় আশায় থাকবো এটা কখনোই হবে না। এখানে বুঝতে পারছি যে নায়ক নায়িকাকে ভালবাসলেও নায়িকার বিয়ে নায়ক সহ্য করতে পারছে না এবং তার ভিতরে অনেক বড় একটি ক্ষোব কাজ করছিল। এবার নায়িকা যে ছেলেটির সঙ্গে বিয়ে হচ্ছে একসময় দেখা গেল নায়িকাদের ধর্ম এবং ওই ছেলেটির ধর্ম মিলছে না তখন নায়িকার বিয়ে ভেঙে যায়। এবার নায়িকা ভেঙে পড়েছিল তার বিয়ে ভেঙে যাওয়া তে , তার বিয়ে ভাঙার সবচেয়ে বড় কারণ ছিল নায়ক এটা যখন সে বুঝতে পারে তখন নায়ক এর প্রতি নায়িকার অনেক ঘৃণা চলে আসে। কিন্তু নায়ক তাকে ভালোবাসে এভাবে নায়ক-নায়িকার অভিমান ভাঙ্গাতে ভাঙ্গাতে একসময় নায়ক মারা যায়। এভাবেই মুভিটি শেষ হয়ে যায়।

মুভি থেকে পাওয়া শিক্ষা

এই মুভিতে আমাদেরকে দেখানো হয় নিঃস্বার্থ ভালোবাসা কে। ছোটবেলার ভালোলাগা ভালোবাসা গুলো বড় হয়ে যেন অনেকের কাছে অনেক রকম হয়ে যায় কিন্তু যে সত্যি কারে ভালোবাসে সে তার সঙ্গীকে কখনো ছাড়তে চাই না । এই বিষয়গুলো এই মুভিতে অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

মুভিটির আইএমবিডি রেটিং ৭.৬/১০

আমার ব্যক্তিগত রেটিং ৯/১০

Dawnload link

  • ১০% বেনিফিসার প্রিয় @shy-fox কে দেওয়া হয়েছে।

❤️ধন্যবাদ!!!❤️

অনুবাদে@emonv

image.png

[[‌‌প্রিয় স্টিমিট ইউজারগন,,]]‍"ইমন ব্লগ"‍ এর পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা। আমার নাম মোঃ ইমন রেজা। বর্তমানে আমি একজন মাধ্যমিক শিক্ষার্থী। আমি প্রায়শই নিজেকে আবিস্কার করি। কেননা এটা আমার কথায় এবং লিখাই নতুন স্বাদ যুক্ত করে, যার ফলে আমি নিজের সবথেকে ভালো টুকু আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। আমি প্রতিদিন একবার নিজের সাথে কথা বলি, কারণ এটা আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেয়। আমি ভ্রমণ করতে এবং ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। আমি প্রতিনিয়ত নতুন ,নতুন মানুষদের সাথে মিশে তাদের জীবনের অভিজ্ঞতার ভালোটুকু আমার জীবনে বাস্তবায়িত করতে পছন্দ করি।

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM.gif

image.png

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZjhKfwarvyppgw9vqb9HZvwjHzdVYbXjNSwmxX8BvQtkJibkzjkMfqSg4GHwc6sRTpcDcvAvyxra.png

Sort:  
 2 years ago 

আপনার রঞ্জনা মুভি ভিডিও পোস্ট দেখে আমার খুবই ভালো লাগলো। এই মুভিটি মনে হয় আমি এখনো দেখিনি। দেখে মনে হচ্ছে খুবই সুন্দর একটি মুভি। একদিন ফাক করে এই মুভিটি দেখে নেব। খুব সুন্দর ভাবে লিখেছেন আপনি। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

মুভিটি দেখতে পারেন আপু আশা করি দেখে অনেক কিছু শিখতে পারবেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এই মুভিটি আমার দেখা হয়েছে অনেক আগে। মুভিটি দেখে আসলে অনেক খারাপ লেগেছিল। বিশেষ করে যখন নায়ক জানত যে শেষ মিটিংয়ে তার বুকে গুলি করা হবে, তবুও সে ভয় না পেয়ে তার প্রেমিকার কথা শুনে মঞ্চের দিকে গেল এবং গুলি খেয়ে হসপিটালে গেল, অবশেষে মৃত্যু। ধন্যবাদ আপনাকে খুব ইমোশনাল মুভি শেয়ার করার জন্য

 2 years ago 

জি ভাইয়া একটু ইমোশনাল হলেও মুভিটি আমার কাছে ভালই লেগেছে।

 2 years ago 

আমার নিজের ও অনেক বেশি ভালো লেগেছে এই মুভিটি। ধন্যবাদ আপনাকে ফিডব্যাক দেয়ার জন্য।

 2 years ago 

রঞ্জনা মুভি এর আগে আমি দেখি নি ভাইয়া। আজ আপনার পোস্টের মাধ্যমে দেখতে পেরে মুভিটি দেখার আগ্রহ জাগলো। আমি অবশ্যই এই মুভিটি দেখার চেষ্টা করব ভাইয়া। ধন্যবাদ আপনাকে এত সুন্দর মুভির রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

মুভিটি দেখতে পারেন আশা করি অনেক ভাল লাগবে।

 2 years ago 

ধানুষ কে আমার খুব ভালো লাগে। এই মুভিটি আমি অনেকবার দেখেছি। তবে আপনার রিভিউ দেখে আমার বেশ ভালো লাগলো ভাই। খুব সুন্দর করে এই মুভির রিভিউ আমাদের সামনে তুলে ধরেছেন আপনি। যা দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি মুভি রিভিউ আমাদের সামনে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে। ❤️

 2 years ago (edited)

আপনি তো দেখছি বেশ দারুন মুভি রিভিউ করতে পারেন। শুরু থেকে শেষ পর্যন্ত আমার খুব ভালো লেগেছে। আমি অবশ্য এই মুভি সম্পর্কে সজাক ছিলাম না অর্থাৎ কোনো ধারণাই ছিল না। আপনার মাধ্যমে কিছুটা হলেও ধারণা পেয়েছি।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে আশা করি এভাবেই পাশে থাকবেন।

 2 years ago 

বাহ খুব চমৎকার মুভি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আসলে এই মুভিটি আমার দেখা হয়নি আপনার পোস্ট দেখে সত্যি দেখতে খুব ইচ্ছে করতেছে। সময় পেলে অবশ্যই দেখে নেবো এত অসাধারণ মুভি রিভিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ‌‌।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে আপনার জন্য রইল বিশেষ শ্রদ্ধা।

রঞ্জনা আমার খুবই পছন্দের একটি মুভি। আর তার পড়ে আবার ধানুষের মুভি। অন্যরকম ভালোলাগা তো কাজ করবেই। তবে সোনম কাপুরকে এর অভিনয় আমার ব্যাক্তিগতভাবে খুব একটা ভালো লাগে না। মুভির কাহিনীও ছিল অসাধরণ। আপনার রিভিউ পড়ে ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে উপসথাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইলো

 2 years ago 

আপনার জন্যও শুভকামনা রইল ভাইয়া এমন সুন্দর একটি মতামত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.17
JST 0.028
BTC 68754.67
ETH 2469.20
USDT 1.00
SBD 2.37