You are viewing a single comment's thread from:
RE: আমার কবিতার খাতা থেকে: বসন্তের প্রথম প্রত্যাখান।।১২ জানুয়ারি ২০২৪
তবু তো বসন্ত, সব ছাপিয়ে শিখিয়ে দেয়—
প্রত্যাখ্যানেও থাকে নতুন শুরুর বীজ।
বসন্ত না আমার দরজায় প্রথম কড়া নেড়েছিল অবহেলা হা হা। বুকের মধ্যে শত কথা জমে সবকিছু যেন আর স্থির স্থবির। কবিতা টা দারুণ লিখেছেন দাদা। বেশ চমৎকার লাগল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।