তার চোখে তুমি প্রশ্ন রাখো—
"তুমি কি দেশ? নাকি আমি নিজেই দেশ?"
এইরকম প্রশ্নই হয়তো মানুষ কে বাঁচিয়ে রাখে। মানুষ কে তার সত্বা চিনতে সাহায্য করে। দারুণ লিখেছেন কবিতা টা দিদি। আপনি বরাবরই বেশ দারুণ লেখেন কবিতা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।