আপনার পুরো পোস্ট টা পড়ে আমার নচিকেতার একটা গানের কথা মনে পড়ে গেল ভাই।
কসাই জবাই করে প্রকাশ্য দিবালোকে
তোমার আছে ক্লিনিক আর চেম্বার ও ডাক্তার।
ডাক্তারি চিকিৎসা এগুলো এখন একটা ব্যবসা। অনেক বড় ব্যবসা। আর এই ব্যবসার পণ্য সাধারণ মানুষ। উন্নত দেশের সাথে আমাদের চিকিৎসা এর পার্থক্য অনেক। আর এই বাজে সিস্টেমের ভুক্তভোগী হতে হয় আমাদের মতো সাধারণ মানুষদের।