একজন বিবাহিত কিন্তু অসুখী মানুষের জীবনে যদি এভাবেই অনাকাঙ্ক্ষিত ভাবে প্রেমের সুযোগ চলে আসে, তখন তার কি করা উচিত?
প্রশ্নটা অনেক কঠিন আপু। এটার উওর দেওয়ার ক্ষমতা আমার নেই। তবে কেউ যদি সেই প্রেমে জড়িয়ে যায় সমাজ তাকে পরকীয়া নাম দেয়।
গয়নার বাক্স মুভিটি আমি বেশ কয়েকবার দেখেছি। তবে আপনার মতো এমন দৃষ্টিকোণ থেকে কখনও ভেবে দেখিনি। দারুণ লিখেছেন আপনি।
পরকীয়ায় জড়ানোর থেকে অসুখী বিবাহিত জীবনের থেকে বেড়িয়ে আসা টাই বুদ্ধিমানের কাজ আমার মতে। হ্যা, তাতে অনেক বেশি সাহস লাগে ঠিক! কিন্তু এই যে পরকীয়া, এটার জন্যও কি সাহস লাগে না?? এতেও কি মান সম্মান হারানোর ভয় থাকে না??