মানুষের মধ্যে এই চিন্তা টা একেবারে নেই। আমি যা করছি সেই কাজ তো আমার সাথে আমার দেশের সাথেও হতে পারে। একটা দেশের সম্মানে আঘাত করার অধিকার কখনোই অন্যদের নেই। আর যারা এটা করে তাদের কিছু বলার নেই। তারা একেবারে বিবেকহীন। দেশের সম্মানে আঘাত করলে কেউই চুপ থাকে না।