পুরাতন অ্যালবাম থেকে কিছু ফটোগ্রাফি!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
আশাকরি সবাই ভালো আছেন। আমি মোটামুটি ভালো আছি। সবমিলিয়ে দিনগুলো অতিবাহিত হয়ে যাচ্ছে। আমরা কখনোই অতীত বা স্মৃতি ভুলতে পারি না। বিশেষ করে আমাদের কষ্টের মূহূর্তগুলো তো কোনভাবেই ভুলতে পারি না। আমরা তখনই কোন স্মৃতি ভুলে যায় যখন নতুন কোন মূহূর্ত এসে ঐ আগের স্মৃতিটা কে চাপা দিয়ে দেয়। এট একটা বিনিময় প্রথাও বলতে পারেন হা হা। পুরাতন অ্যালাম থেকে আজকে আরও কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব। সত্যি বলতে গত কয়েক বছরে এতো পরিমাণ ছবি তুলেছি সেটা বলার মতো না।
- আমাদের বাড়ির থেকে কিছুটা দূরেই রেললাইন। ছোটবেলা থেকেই দেখে আসছি এটা। একসময় গিয়ে প্রায়ই বিকেলে বা সন্ধ্যার আগে হাঁটতে যেতাম রেললাইনে। ওখানে হাঁটতে গিয়ে বেশ কিছুটা সময় অতিবাহিত করতাম। এইরকম একদিন বিকেলে হাঁটতে গিয়ে এই ফটোগ্রাফি টা আমি ধারণ করেছিলাম।
- ভয়ংকর সুন্দর বলতে আপনারা কী বোঝেন? ভয়ংকর সুন্দর বলতে আমি বুঝি প্রকৃতি। মাঝে মাঝে প্রকৃতি যখন তার সেই ভয়াবহ রুপ টা দেখাই। সেটা কিন্তু অনিন্দ্য সুন্দর। তবে সেটা দেখে অন্যরকম একটা ভালোলাগার অনূভুতিও কাজ করে। যেমন এই ফটোগ্রাফি টা আমি ধারণ করেছিলাম এক বৃষ্টিমূখর দিনের সন্ধ্যার সময়। আকাশে কালো মেঘ এবং সন্ধ্যার সময় একটা অসাধারণ পরিবেশ এর সৃষ্টি হয়েছিল। দেখে অবশ্য কিছুটা ভয়ও করছিল।
- এই ফটোগ্রাফি টা ধারণ করা কয়েক বছর আগে। শীতের সময় প্রতিদিন রাতে ব্যাডমিন্টন খেলতাম। সাধারণত জুনিয়র হওয়ার জন্য আমি পরে খেলতে নামতাম। আমার এলাকার বড় ভাইয়েরা খেলা শুরু করত। ঐসময় তাদের খেলা ভালো করে দেখার চেষ্টা করতাম। এতে অনেক কিছু শেখা যেত। এইরকমই একদিন বসে খেলা দেখার সময় এই ফটোগ্রাফি টা আমি ধারণ করেছিলাম।
- শীতের সকালে আমার সবচাইতে ভালো লাগল কুয়াশা। সাধারণত আমি কখনোই শীতের সময় খুব সকালে ঘুম থেকে উঠতাম না। তবে আমার মা কে বলে রাখতাম যদি প্রচণ্ড কুয়াশা পড়ে তবে যেন আমাকে ডেকে দেয়। এইরকমই এক কুয়াশাচ্ছন্ন সকালে ঘুরতে গিয়ে এই ফটোগ্রাফি টা আমি ধারণ করেছিলাম।
- বইমেলা সম্ভবত বাঙালির সবচাইতে পছন্দের একটা জায়গা। বিশেষ করে যারা বইপ্রেমি আছে তারা তো পুরো বছর অপেক্ষা করে থাকে শুধুমাত্র এই বইমেলার জন্য। এই বছরের বইমেলায় আমি গিয়েছিলাম। বেশ ঘোরাঘুরি করছিলাম কয়েকটা বইও কিনেছিলাম। এই ফটোগ্রাফি টা বইমেলার প্রবেশ গেট এর বাইরে থেকে ধারণ করা।
- এটা হলো আমার প্রাণের মাধ্যমিক বিদ্যালয়। জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ২০১৪-২০১৯ পাঁচটা বছর এখানেই কাটিয়েছি আমি। অনেক স্মৃতি অনেক মূহূর্ত জড়িয়ে আছে এই জায়গাটা ঘিরে। প্রায়ই সময় পেলে আমার সেই পুরাতন বিদ্যালয়ে আমি ঘুরতে যেতাম। গতবছর একদিন ঘুরতে গিয়ে আমি এই ফটোগ্রাফি টা ধারণ করেছিলাম।
- গত বছরর ডিসেম্বর মাসের কথা। তখন বাড়িতে থাকায় টিউশনি করাতাম। তো টিউশনি শেষ করে নদীর পাড়ে গিয়ে আমি কিছুক্ষণ বসতাম। একা একা সময় অতিবাহিত করতাম। এই জায়গাটা সাধারণত অন্যসময়ে বেশ নিরিবিলি থাকে। এইজন্যই জায়গাটা আমার বেশ পছন্দের নদীর পাড়ে বসে একা একা যে কত সময় কাটিয়েছি তার কোন ঠিক নেই।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Daily task
পুরাতন অ্যালবাম থেকে এলোমেলো করে দারুন দারুন ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। এ ধরনের এলোমেলো ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। ফটোগ্রাফির পাশাপাশি বর্ণনা অনেক সুন্দর ভাবে দিয়েছেন। ধন্যবাদ ভাইয়া।
পুরাতন অ্যালবাম থেকে কিছু ফটোগ্রাফি আজ শেয়ার করেছেন ভাইয়া।আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দারুন লাগলো। মাঝে মাঝে পুরনো ফটোগ্রাফি গুলো দেখলে স্মৃতিতে হারিয়ে যেতে ভালো লাগে।অনেক কথাই তখন মনে পরে। আমিও পুরনো সব ফটোগ্রাফি মাঝে মাঝেই দেখি।
প্রকৃতি যতই ভয়ঙ্কর হোক তার সৌন্দর্য কোনদিনই কম হয় না।আপনার প্রতিটি ছবিই অসাধারণ লেগেছে, কুয়াশায় মোড়া সকাল এবং মেঘে ঘেরা প্রকৃতির ছবি দেখে মুগ্ধ হলাম। আপনার স্কুলের ছবিটিও ভালো লেগেছে। বই মেলার ছবি নিয়ে আলাদা করে কিছু নাইবা বললাম।
হয়তো দিনগুলো আর সেভাবে সুখের সামনে ধরা দিবে না কিন্তু পুরাতন অ্যালবামের ছবিগুলো সেই কাঙ্ক্ষিত দিনের কিছু কথা মনে করিয়ে দেয়। আর ওখানে আপনি পাঁচ বছর অবস্থান করেছিলেন এই বিষয়টাও যেন জানা গেল পোস্টের মধ্য দিয়ে। পুরাতন অ্যালবামের ফটোগুলো আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ