You are viewing a single comment's thread from:
RE: প্রথেবারের মত “অ্যাশেজ” এর লাইভ কনসার্টে 🤟 (দ্বিতীয় পর্ব)
কী যে মায়া লাগে আমার নিজের জন্য আহারে
আমি লাটিম ঘুরানোর বয়সে ঘুরিয়েছি আমায়
আমি ঘুড়ি উড়ানোর বয়সে ঘুরিয়েছি আমায়।
এগুলো কোনো গান না ভাই একেবারে অন্যকিছু। অ্যাশেজ মানেই অন্যরকম কিছু। ভীনদেশী তারা একমাত্র গান যেটা অ্যাশেজ এর না হলেও বেশিরভাগ কনসার্ট এ এইটা গাই ওরা। এবং আপনি ইভান ভাইয়ের সঙ্গে দেখা করেছেন এটা দেখে সত্যি হিংসা হচ্ছে ভাই। চমৎকার ছিল।।
হ্যাঁ ভাই আর এটাই তো ব্যাড মিউজিকের সার্থকতা। যখন অন্যের জীবনের গল্প গুলোকে সুরের মূর্ছনায় বেঁধে ফেলে,ঠিক তখন শোনার সময় মনে হয় "হয়তো এই গানটা আমার জন্যই"। যেটা অন্যান্য গানের বেলায় খুব একটা পাবেন না।তবে আপনার এলাকায় যদি কখনো অ্যাশেজ এর কনসার্ট হয় আমারে বইলেন দেখা করার ব্যবস্থা করাই দিব। 🖤🤘