যমুনা ফিউচার পার্কের পাশেই বাঙালিয়ানা ভোজ আমি যেখানে থাকি সেখান থেকে এটা বেশি দূরে নেই। আর এইরকম প্লেটার দেখে আমার নিজেরই লোভ হচ্ছে আপু। সবরকম খাবার রয়েছে। খিচুড়ি মাছ মাংস ভর্তা আর দাম টাও মোটামুটি ঠিক আছে। এটা একদিন ট্রাই করতে হবে। আপনার খাবারের রিভিউ পোস্ট টা দেখে ভালো লাগল। একটা ধারণা পাওয়া গেল। ধন্যবাদ আপনাকে।।
ট্রাই করতে পারেন ভাইয়া, কিন্তু এখন অফারটা পাবেন না। আমি অনেকদিন আগে খেয়েছিলাম এবং তার দুই এক দিন পরেই অফারটি শেষ হয়ে গিয়েছিল।ধন্যবাদ আপনাকে।