আমি মুভিটা এখনও দেখিনি। সেজন্য আপনার রিভিউ টা বেশ ভালো লেগেছে একেবারে স্পয়লার মুক্ত ছিল। স্যোসাল মিডিয়ায় মুভিটার ক্লিপগুলো ঘুরে বেড়াচ্ছে। এবং মুভির কাহিনী টা দারুণ। অল্প বাজেটের মুভি হলেও গল্প ভালো এইজন্য জনপ্রিয়তা পেয়ে গেছে মুভিটা। দারুণ ছিল আপনার পোস্ট টা ভাই।
ধন্যবাদ ভাই। অনেক উৎসাহিত হলাম আপনার মন্তব্য থেকে।