প্রথম প্রথম ভাবতাম আমি নিজেই পড়ি না,আমি আবার কি পড়াবো।
টিউশনিতে গিয়ে যখন ছাএকে জ্ঞান দেয় ঠিক তখন আমার মনে হয়। আমি নিজেও তো কখনও এটা করিনি। আর ওকে করতে বলছি হা হা। শিক্ষক পৃথিবীর একমাএ ব্যক্তি যে অন্যের সাফল্য অনেক বেশি আনন্দিত হয়। শিক্ষকতা অনেক মহান একটা পেশা। আপনার ছাএীর জন্য শুভকামনা এবং অভিনন্দন। খুবই ভালো ফলাফল করেছে সে।