সন্দেশের প্রধান উপাদান হলো দুধ বা ছানা। মিষ্টির মধ্যে সন্দেশ আমার অনেক পছন্দের। দুধের সন্দেশ টা দারুণ তৈরি করেছেন আপু। সত্যি বলতে দেখে বেশ লোভনীয় লাগছে। বাড়িতে কখনো এইরকম সন্দেশ তৈরি করা দেখিনি। আপনি সেটা অনেক দক্ষতার সঙ্গে করলেন। অনেক সুন্দর উপস্থাপন করেছেন। ধন্যবাদ আমাদের সঙ্গে সন্দেশের রেসিপি টা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।
ঠিক বলেছেন সন্দেশের প্রধান উপকরন দুধ বা ছানা।সন্দেশ সত্যি লোভনীয় একটি মিষ্টি।ধন্যবাদ ভাইয়া সুন্দর গুছিয়ে কমেন্ট করার জন্য।