এককথায় অসাধারণ ছিল আপু। দেখে বেশ লোভ হচ্ছে। রুপচাঁদা ফ্রাই টা বেশ চমৎকার একটা খাবার। আর এই সামদ্রিক মাছটা বেশ সুস্বাদু হয়ে থাকে। তবে আপনি রুপচাঁদা ফ্রাইটা অসাধারণ তৈরি করেছেন। বেশ সুন্দর ছিল। প্রতিটা ধাপ এর উপস্থাপনা এবং পরিবেশনা টা সুন্দর ছিল। ধন্যবাদ আপনাকে।।
হ্যাঁ ভাইয়া সামুদ্রিক মাছের মধ্যে ভিন্ন ধরনের একটি স্বাদ থাকে। এই মাছটিও অনেক মজার হয়েছিল।