ন পাড়া দাদা ভাই সংঘের পূজার থিম এবং প্যান্ডেল টা বেশ চমৎকার করেছে। চারিদিকে সুন্দর আলোকসজ্জা। পাশাপাশি রং তুলির কাজে ফুটিয়ে তুলেছে চারিদিক টা। সত্যি বেশ দারুণ লাগছে। আর প্রতিমা টাও বেশ লাগছে। ধন্যবাদ দাদা আমাদের সঙ্গে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।