ফেসবুকের এই ব্যাপার টা বেশ ভালো লাগে। সুন্দর মতো টাইম লাইনে ভেসে উঠে মূহূর্তগুলো। সঙ্গে সঙ্গে তার পুরো কাহিনী টা মনে পড়ে যায়। এবারে অবশ্য রাজু ভাই আমাকে ইফতারের দাওয়াত দিয়েছিল। কিন্তু যেতে পারিনি। বিগত কয়েক বছর ধরেই দেখছি আপনারা এইরকম সবাই মিলে ইফতারের আয়োজন করে থাকেন। ব্যাপার টা বেশ ভালো লাগে আমার কাছে
নেক্সট বার তাহলে চলে আসবে তুমিও।
ঠিক আছে ভাই। চেষ্টা করবনে ❣