কথাটা খারাপ বলেন নি আপু। আসলেই এদের সাইকোলজিক্যাল সমস্যা আছে। সেটা না হলে কেন এরা এইরকম করবে। হ্যা আজ যদি তারা বাধ্য হয়ে কোন খাবার জিনিস চুরি করত অথবা টাকা চুরি করত সেটা মেনে নেওয়া যেত। কিন্তু এটা কী রে ভাই পার্লারে গিয়ে সার্ভিস নিয়ে টাকা না দিয়ে চলে আসা। এটাকে চুরি বলে না এটাকে বলে ছ্যাচড়ামি।