আপনাদের কালবৈশাখি শপিং সম্পর্কে পড়েছিলাম। ঈদের দিনের জন্য অপেক্ষায় থাকি পুরো মাস। ঈদগাহ ময়দানে সবার সাথে দেখা হয় কথা হয় বেশ ভালো লাগে। বছরে এমন দিন দুইবারই আসে। বেশ দারুণ লাগল আপনার ঈদের দিনের বর্ণনা টা শুনে। আমাদের এলাকায় ঈদের নামাজ টা বেশি তাড়াতাড়ি হয়ে গেছিল এবার। সকাল সাড়ে সাতটাই ঈদের জামাত অনুষ্ঠিত হয়।