যদিও কুমার শানু আমাদের জেনারেশনের শিল্পী না। কিন্তু তারপরও তার অনেক গান আমার বেশ পছন্দের। তার মধ্যে এই গানটাও রয়েছে। গানটা বেশ দারুণ কভার করেছেন ভাই। এককথায় অসাধারণ। বাংলার পাশাপাশি আপনি তো হিন্দি গানটাও ভালো করেন। ধন্যবাদ আমাদের সঙ্গে গানটার কভার শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।
ভাই আমি হিন্দি গানটি গাওয়ার চেষ্টা করেছি মাত্র, আপনার কাছে ভালো লেগেছে এজন্য অনেক অনেক ধন্যবাদ।