কোহলির আরও একটা শতক ভারতীয় বোলারদের সঙ্গে প্রতাব অব্যাহত। এবং ভারতের অসাধারণ এক জয়। সত্যি বলতে সাউথ আফ্রিকা ব্যাটিং লাইন আপ যে ভারতের সামনে ঐভাবে ভেঙে পড়বে সেটা কেউই ধারণা করেনি। কী অসাধারণ একটা ম্যাচ ছিল ভারতের জন্য। এবং সঙ্গে সঙ্গে ভারতের রেকর্ড টানা আট জয়।
আমিও ভাবিনি তারা এভাবে ভেঙে পড়বে। পিচটা বোলারদের জন্য সেখানে আমাদের ব্যাটার বোলার সবাই কাঁপিয়ে দিলো।