You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৬৩

in আমার বাংলা ব্লগ10 months ago

শহরের যানযট/জ্যাম নিয়ে মজার কোন জোকস বা অনুগল্প।

আমি এবং আমার বন্ধু লিখন প্রতিদিন একসঙ্গে বাসে অফিসে যেতাম। তো প্রায় দিনই আমাদের পড়তে হলো যানজটে। কিন্তু আমি খেয়াল করে দেখেছি অফিসে যাওয়ার সময় অথবা অফিস থেকে আসার সময় যানজটে পড়লে লিখনের খুশি যেন আর ধরে না। ও যেন ঈদের চেয়েও বেশি খুশি হয়ে যায়। যেখানে যানজটে থাকলে আমাদের বিরক্ত লাগে সেখানে ও খুশি কেন? তো একদিন লিখনকে আমি কারণটা জিজ্ঞেস করেই ফেললাম।

জবাবে লিখন বলল অফিসে গেলে বসের যন্ত্রণা আর বাড়িতে গেলে বউয়ের যন্ত্রণা এর চেয়ে অনেক ভালো যানজটে রাস্তায় বসে থাকা। অন্তত কিছুটা সময় তো ওদের থেকে রক্ষা পাওয়া যায়।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.23
JST 0.030
BTC 84198.30
ETH 2016.43
SBD 0.81