You are viewing a single comment's thread from:
RE: ছোট্টবেলার প্রিয় টিভি প্রোগ্রামগুলি
তাই আমরা যা পেতাম তাই গোগ্রাসে গিলতাম
এটা দারুণ ছিল দাদা হা হা। আমিও একসময় সাদা কালো টিভি দেখেছি আমিও আপনার মতো কিছু বুঝতাম শুধু গ্রোগাসে গিলতাম। এবং কোনোরকম সমস্যা হলেই বাঁশের মাথায় বাঁধা এন্টিনা ধরে ঝাকাতাম হিহি।
আলিফ লায়লা আমাদের দেশেও অনেক জনপ্রিয় ছিল। ছোটবেলা রাতে ঘুম ঘুম চোখে সিনবাদের সমুদ্র যাএার গল্প আহ কী সেই সুন্দর সময়টা ছিল। একেবারে মনে করিয়ে দিলেন দাদা। এবং একসময়ে এসে আমারও আপনার মতো কার্টুনের নেশা হয়ে যায়। তবে আমার পছন্দের কার্টুন ছিল সন্তু কাকাবাবুর এ্যাডভেঞ্জার, টেনি দা, নন্টে ফন্টে, গোপাল ভাঁড় এইগুলো এবং টম এন্ড জেরি যে অপছন্দ করবে তাকে আমি মানসিক রোগী বলব।