এভাবেই প্রতিদিন কত সৃষ্টিশীল ছেলেমেয়ে হারিয়ে যাচ্ছে শুধু তাদের পিতামাতা সচেতন না বলে। ঐ রকম বয়সে নিজের সহপাঠীদের গল্পের মাঝে রোমাঞ্চে মাতিয়ে রাখা মোটেও সহজ কথা না। কিন্তু ঐ ছেলেটার সেই আশ্চর্য গুণ ছিল। হয়তো ভবিষ্যতে ও কোনো ভালো লেখক বা উপন্যাসিক হতে পারত। কিন্তু পারেনি। ও নিজেকে হারিয়ে ফেলেছে হারিয়ে ফেলেছে সেই সোনালী অতীত। অসাধারণ ছিল দাদা।
হারিয়েই তো গিয়েছিলুম । স্টিমিট আবার আমাকে ফিরিয়ে এনেছে ।
"বড় হতে না চাইলেও আমরা বড় হয়ে যাই,
স্মৃতির শৈশবকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাই" ।
দাদা আপনি সেই। আসলেই আপনার লেখার ভঙ্গি গল্পের মধ্যে রোমাঞ্চের ছোয়া কোনো প্রফেশনাল লেখকের থেকে কম না। এবং ছেলেটা যে আপনি এটা শুনে আরও বেশি ভালো লাগল। এবং আপনার রিপ্লাই আনন্দদায়ক একটা মূহুর্ত।