একুশে বইমেলা( পর্ব : 2 )!!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
এরপর আমরা চলে যায় সামনের দিকে। পাশেই ছিল হাতেঘড়ি প্রকাশনির স্টল। তবে এখানে আর যায়নি। ওখানে মোটামুটি অনেকের ভীড় ছিল। কিছুটা এগিয়ে আরও সামনের দিকে যায়। চাইলেও সবগুলো স্টলে গিয়ে বই দেখা সম্ভব না। কিছুক্ষণ পর একটু ফাঁকা হয় স্টল টা। চলে যায় ওখানে। প্রথমে অবশ্য গিয়ে দেখি বাচ্চাদের কালেকশন এদের কাছে বেশ ভালো। বিভিন্ন ধরনের ছোট গল্পের বই কমিক্স বই রয়েছে এদের কাছে। পাশাপাশি বাচ্চাদের আর্ট করার বই ও আছে। সেগুলো সব নেড়েচেড়ে দেখছিলাম। বিশেষ করে কয়েকটা কমিক্স ভালো লাগে। যদিও সেগুলো আমরা জন্য নেওয়ার কথা আমি ভাবিনি হা হা। আমার ভাইয়ের ছেলে বয়স পাঁচ বছর। ভেবেছিলাম ওর জন্য নিব। কিন্তু পরে আর নেওয়া হয়নি। কিছুক্ষণ বইগুলো দেখি। তারা বাচ্চাদের বইয়ের দাম তুলনামূলক বেশি চাচ্ছিল।
এরপর স্টলে যারা ছিল উনাদের কাছে আমি সাইকোলজিক্যাল থ্রীলার টাইপের কিছু বই চেয়েছিলাম। কিন্তু উনারা বললেন তাদের থ্রীলারের কোন কালেকশন নেই। আমার মূলত থ্রীলার বেশি পছন্দ। যাইহোক এরপর সামনের দিকে এগিয়ে যায়। কিছুদূর গিয়ে দেখি নালন্দা প্রকাশনী। নালন্দ নামটা আপনাদের কাছে পরিচিত মনে হতে পারে। এই নামে অনেক পুরাতন একটা বিশ্ববিদ্যালয় ছিল প্রাচীন ভারতে। নালন্দা প্রকাশনী টা বেশ জনপ্রিয়। এরা বেশ ভালো মানের বই বের করে। এদের থ্রীলার কালেকশন বেশ ভালো। নালন্দায় গিয়ে আমি প্রথমে নিজের মতো করে বই দেখছিলাম। তবে সেরকম ভালো কিছু একেবারেই পাচ্ছিলাম না। যাইহোক এরপর দেখি পাশেই মাইকেল মধুসূদন দও কে নিয়ে লেখা একটা বই। বইটার নাম দ্বিশত বর্ষে মধুসূদন। বইটা তাপস মজুমদারের সম্পাদিত।
কিছুক্ষণ নালন্দা প্রকাশনীর এক আপু আমার কাছে আসে। উনি আমাকে মূলত বই সাজেস্ট করছিলেন। আমি উনাকে বলি সাইকোলজিক্যাল থ্রীলার টাইপের কিছু দেখাতে যে টা এইমেলায় এসেছে। উনি প্রথমে আমাকে রবিন জামান খানের শব্দজাল বইটা দেখাই। এটা একটা সাইকোলজিক্যাল ক্রাইম থ্রীলার। উনি বইটার খুব প্রশংসা করছিল। এটা হলো প্রথম পার্ট। এবং এই শব্দজাল এর দ্বিতীয় পার্ট হলো বিদ্বিখন্ডিত। এটাও ঐ লেখকের লেখা। এটা নেওয়ার ইচ্ছা হলেও আমি নেয়নি। কারণ দুইটা বইয়ের দাম আসে প্রায় ১০০০ টাকা সেখান থেকে ২৫% ডিসকাউন্ট দিয়ে বইয়ের দাম দাঁড়ায় ৭৫০ এর মতো। অচেনা কোন লেখকের বই কিনে আমার বাজেটের অর্ধেক টা আমি শেষ করতে চাইনি আর কী হা হা। তবে এই দুইটা আমি আমার উইসলিস্টে রেখেছি।
এরপর ঐ আপু আমাকে শরীফুল জামানের মিথ্যার আড়ালে বইটা সাজেস্ট করে। এটাও একটা সাইকোলজিক্যাল থ্রীলার। এর আগে শরীফুল জামান এর রেড পয়জন বইটা আমি পড়েছিলাম। ঐটা বেশ দারুণ ছিল। মিথ্যার আড়ালে বইটা দুই বোনের কাহিনী নিয়ে লেখা। পেছনের স্টোরি টা পড়ে দেখি আমি। মোটামুটি বেশ ভালো ছিল। এই বইটা সাইড করে রাখি। মোটামুটি সিদ্ধান্ত নেয় এইটা নিব। এবং আরও কিছু বই দেখতে থাকি। এই সময়ে উনারা আমাকে আরও কিছু বই সাজেস্ট করেন। বিশেষ করে একটা রোমান্টিক উপন্যাস সাজেস্ট করেছিল। কিন্তু ঐরকম বইয়ের উপর আমার খুব একটা আগ্রহ না থাকাই কোন কৌতূহল দেখাইনি।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Daily task
Upvoted! Thank you for supporting witness @jswit.