"Super-walk" বিগত সপ্তাহের এক্টিভিটিজ!!

in আমার বাংলা ব্লগ4 days ago


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ বুধবার, ৮ ই জানুয়ারি,২০২৫।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


1000570738.png


আশাকরি সবাই ভালো আছেন। আমি মোটামুটি ভালো আছি। আজ বেশ ভালো শীত পড়েছে। অতিরিক্ত শীতের জন‍্যই সারাদিন সেরকম কোথাও বের হয়নি। এইজন্যই সেরকম হাঁটাহাঁটি করা হয়নি। তবে এই সপ্তাহ জুড়ে মোটামুটি ভালোই হাঁটাহাঁটি করেছি। যদিও অন‍্যদের তুলনায় সেটা অনেক কম। আমি মূলত হাঁটার জন্য সময় বের করতে পারছি না। সবমিলিয়ে নিজের ব‍্যক্তিগত জীবন নিয়ে বেশ ঝামেলায় আছি। নিজের জব লেখাপড়া কাজ সবকিছু মিলিয়ে অনেক ব‍্যস্ত সময় অতিবাহিত করতে হয়। তবে নিজের শরীর ঠিক রাখতে গেলে হাঁটার কোন বিকল্প নেই। আমাদের উচিত প্রতিদিন সকাল বিকেল হাঁটাহাঁটি করা। যাইহোক এখন আমি আমার এই সপ্তাহের Super-walk এক্টিভিটিজ আপনাদের সাথে শেয়ার করে নিব।


1000571440.jpg

1000571439.jpg

1000571438.jpg

1000571437.jpg

1000571436.jpg


প্রথম দুইদিন বেশ অনেক টা হাঁটাহাঁটি করেছিলাম। যেখানে আমি সপ্তাহের শুরুতে মাএ ৬১০০ সুপার কয়েন দিয়ে শুরু করেছিলাম সপ্তাহের শেষে সেটা আমার গিয়ে দাঁড়িয়েছে পুরোপুরি ৭০০০ সুপার কয়েনে। এরই সাথে বৃদ্ধি পেয়েছে আমার সুপারক‍্যাশও। তবে প্রথম দিনের পরে অন্য দিনগুলো তে গড়ে আমি ২০০০ স্টেপ এর মতো হেঁটেছি যেটা তুলনামূলক খুবই কম। আর এই হাঁটার কারণ টাও আপনাদের বলেছি। এই সপ্তাহ টা অনেক ব‍্যস্ত ছিলাম আমি। এইতো গেল আমার বিগত সপ্তাহের super-walk এক্টিটিভিজ।


1000571435.jpg

1000571434.jpg

1000571433.jpg


আমার গত সপ্তাহের পোস্টের কমেন্টে এডমিন @rex-sumon ভাই জানাই একটা এনএফটি স‍্যু কেনার জন্য। যদিও আমি নিজেও সিদ্ধান্ত নিয়েছিলাম একটা এনএফটি স‍্যু কিনব। পরবর্তীতে আমি আমার gate.io ওয়ালেট থেকে grnd টোকেন কিনে আমার super-walk wallet এ নিয়ে আসি। এবং বেশ কিছুক্ষণ দেখে অনেক গুলো স‍্যু চেক করে শেষ পযর্ন্ত এই স‍্যু টা buy করি। সত্যি বলতে কোনটা ভালো হবে বাহ খারাপ হবে সেটা সম্পর্কে আমার ধারণা একেবারেই নেই। শুধুমাত্র নিজের পছন্দমতো একটা নিয়েছি আর কী। মোটামুটি ১০০ টোকেন লেগেছে আমার এই এনএফটি স‍্যু টা কিনতে। যেটার ডলার ভাল‍্যু প্রায় $৭। এবং বেশ কিছু টোকেন আমার ওয়ালেটে রয়েছে পরবর্তীতে যখন স‍্যু টা রিপেয়ার করব তখন এইটা কাজে লাগবে। মোটামুটি আজ থেকে আমি super-walk এর প্রো ইউজার। হাঁটার সময় অন‍্যরকম একটা ফিলিংস পাওয়া যাবে



সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG-20231027-WA0008.jpg

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।


আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png


1000561739.png


Sort:  
 4 days ago 

আপনার বিগত সপ্তাহের এক্টিভিটিজ দেখে মুগ্ধ হলাম আমি। আমরা সকলেই জানি নিজের শরীর ভালো রাখতে অতি রিক্ত হাটা হাটি প্রয়োজন। সেই জায়গায় সুপার ওয়াল আমাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসে দিয়েছে। আপনি গত সপ্তাহে বেশ ভালো হাঁটাহাঁটি করেছেন দেখলাম। এভাবে আমাদের প্রত্যেক সপ্তাহ চালিয়ে যেতে হবে

 2 days ago 

আপনার সুপার ওয়ার্ক পোস্ট দেখে ভালো লাগলো। আসলে ভাইয়া আমাদের প্রতি সপ্তাহে এক্টিভিটিজ পোস্ট দেখলে অন্যজনে উৎসাহিত হবে। আর হাঁটাহাঁটি করলে আমাদের জন্য ভালো। খুব সুন্দর করে সপ্তাহের এক্টিভিটিজ পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.24
JST 0.040
BTC 95121.21
ETH 3287.48
SBD 6.82