কবিতা আবৃত্তি,( পৃথিবী - নির্মলেন্দু গুণ)।
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
আশাকরি সবাই ভালো আছেন। আমি মোটামুটি ভালো আছি। তবে আমার শরীর খুব একটা ভালো না। আজ কদিন ঠান্ডা জ্বরে জর্জরিত। হঠাৎ এইরকম অতিরিক্ত ঠান্ডা পড়ে যাওয়ায় এমন অবস্থা হয়েছে। আজ তো আমাদের এলাকায় সকালে বৃষ্টি হয়েছে। বেশ অবাক হয়েছিলাম। ঘুমের মধ্যে বৃষ্টির শব্দ শুনে বেশ ভালো লাগছিল অবশ্য। এবং সারাদিন আকাশ মেঘলা। শীতের সময় এইরকম বৃষ্টি বিষয়টা খারাপ না। আমাদের এই পৃথিবী টা খুবই রহস্যময়। আমরা ঠিক কী উদ্দেশ্যে পৃথিবীতে এসেছি এটা আমাদের অনেকের অজানা। একেবারে প্রাকৃতিক নিয়মে এসেছি আবার চলে যাব। কিন্তু পৃথিবীতে এসে আমাদের কত শখ কত আশা কত উদ্দেশ্য সৃষ্টি হয়েছে তাই না। আজ আমি একটা কবিতা আবৃত্তি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। কবিতা টা বেশ ভালো লেগেছিল আমার কাছে যখন প্রথমবার পড়েছিলাম। কবিতা টা নির্মলেন্দু গুণ এর লেখা। এবং কবিতা টার নাম পৃথিবী।
পৃথিবী
নির্মলেন্দু গুণ
তুমি ডেকেছিলে, আমি চলে এসেছিলাম একা ।
কোনো কিছু সঙ্গে নিইনি, সঙ্গে করে নিইনি পানীয়,
তিল-তিসি-তামা বা বিছানা বালিশ, তুমি বলেছিলে
সব পাওয়া যাবে, –এ শহর নেশার ও নারীর ।
তুমি ডেকেছিলে, জননীর কোমল বিছানা ছেড়ে
চলে এসেছিলাম, শুধু তোমার ডাকে ।
পেছন থেকে অদৃশ্য নিয়তি এসে পাপের পিচ্ছিল লেজ টেনে ধরেছিল ।
সর্বশেষ স্পর্শের আনন্দে উন্মাতাল
মায়ের বিছানা জড়িয়ে ধরেছিল তার শিশুকে ।
দীর্ঘশ্বাসের শব্দে এলোমেলো হয়েছিল জন্মের প্রথম চুল,
সাজানো ভুবন ফেলে চলে এসেছিলাম একা;
শুধু তোমার ডাকে । -শুধু তোমার ডাকে ।
তুমি ডেকেছিলে, পরীর বাগান ছেড়ে চলে এসেছিলাম ।
তুমি ডেকেছিলে, কোমল কিচেন ছেড়ে চলে এসেছিলাম ।
তুমি ডেকেছিলে, শুঁড়িখানার মাতাল আনন্দ ছেড়ে
চলে এসেছিলাম একা, শুধু তোমার জন্যে ।
তুমি মাটির ফোঁটার একটি তিলক দিয়ে
আমাকে ভোলাতে চাও?
আমি খাদ্য চাই ক্ষুধার্ত ব্যাঘ্রের মতো, দ্রৌপদীর মতো
বস্ত্র চাই, চাই সর্বগ্রাসী প্রেম, চাই শূর্পণখার মতো নারী,
চাই আকন্ঠ নিমগ্ন নেশা, চাই দেশী মদ ।
আমার সমস্ত ক্ষুধা তোমাকে মিটাতে হবে, হে পৃথিবী,
তুমি বলেছিলে অভাব হবে না, এ-পৃথিবী নেশা ও নারীর,
আমি চলে এসেছিলাম একা, শুধু তোমার জন্যে ।
কবিতা আবৃত্তির লিংক
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
শ্রদ্ধেয় নির্মলেন্দু গুণের "পৃথিবী" কবিতাটি আপনি অনেক সুন্দর ভাবে আবৃত্তি করেছেন। আপনার কবিতা আবৃত্তি সব সময় আমার কাছে অনেক ভালো লাগে ভাই। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য।
মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তিনি যেন আপনাকে দ্রুত সুস্থতা দান করেন। আসলে গত কয়েকদিন যাবত যেভাবে শীত পড়তে শুরু করেছে তাতে সকলেই অসুস্থ হয়ে যাচ্ছে। আপনার কন্ঠে কবিতা আবৃত্তি টি শুনে খুবই ভালো লাগলো ভাইয়া।
নির্মলেন্দু গুণ রচিত খুবই সুন্দর একটা কবিতা আবৃতি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। প্রথমবারের মতো আপনার কন্ঠে কোন কবিতা আবৃত্তি শুনতে পারলাম খুবই ভালো কবিতা আবৃত্তি করেন আপনি। প্রতিনিয়ত চেষ্টা করলে আরও সুন্দর কবিতা আবৃত্তি করে আপনি আমাদের মাঝে শেয়ার করতে পারবেন।
Upvoted! Thank you for supporting witness @jswit.
কি বলছেন শীতের সময় বৃষ্টি আমার কাছে তো একদমই ভালো লাগেনা। কারণ শীতের সময় বৃষ্টি পড়লে অনেক বেশি ঠান্ডা লাগে। তবে আপনি দেখছি আজকে অনেক সুন্দর একটা কবিতা আবৃতি নিয়ে আসলেন। আপনার কবিতা আবৃত্তি শুনে খুবই ভালো লাগলো। আসলে আমার কাছে কবিতা পড়তেও ভালো লাগে আবৃত্তি শুনতেও ভালো লাগে। অনেক ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
খুব সুন্দর একটি কবিতা আবৃত্তি শুনলাম। শুনে মনটা ভালো হয়ে গেল। যদিও কবিতা আবৃতি করতে পারি না তবে কবিতা আবৃত্তি শুনতে ভালো লাগে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।
আপনার কন্ঠে প্রায়ই কবিতা আবৃত্তি শোনা হয়।ভীষণ ভালো লাগে।আজ নির্মলেন্দু গুণের পৃথিবী কবিতাটি আবৃত্তি করলেন।আর খুব চমৎকার আবৃত্তি করলেন।আমার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর এই কবিতাটি আবৃত্তি করার জন্য।
বাহ অসাধারণ আপনার কবিতা আবৃত্তি। আজকে আপনি অনেক সুন্দর করে পৃথিবী নির্মলেন্দু গুণ কবিতা আবৃত্তি করেছেন। কবিতা আবৃত্তি গুলো শুনতে অনেক ভালো লাগে। এর আগেও আপনার কবিতা আবৃত্তি শুনেছিলাম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কবিতা আবৃত্তি করে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।
হালকা বৃষ্টির দিনে কবিতা যেন ষোল কলা পূর্ণ করে দেয়। আর নির্মলেন্দু গুণের লেখায় আলাদা রকমের একটা চমক থাকে সব সময়। বেশ ভালো একটা চেষ্টা ছিল কবিতা আবৃত্তির ভাই। আমার পরামর্শ থাকবে যে ইউটিউবে মাঝে মাঝে কিছু আবৃত্তি শুনবেন । তাহলে আরো সুন্দর হবে আপনার বচন ভঙ্গি। অনেক শুভকামনা রইলো ভাই।