অপেক্ষার অবসান!!

in আমার বাংলা ব্লগ2 months ago


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ সোমবার, ২ রা সেপ্টেম্বর, ২০২৪।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


1000560769.jpg

Go3 sports channel থেকে স্কিনশর্ট নেওয়া হয়েছে।


নতুন সিজেন শুরু হয়েছে। কিন্তু রিয়াল মাদ্রিদ এখও সেই কাঙ্ক্ষিত শুরু টা করতে পারছে না। অথচ তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা যেন আকাশে উড়ছে। বার্সার নতুন কোচ হেন্সি ফ্লিক এর আন্ডারে বার্সেলোনা যেন অপ্রতিরোধ‍্য। একদিকে যেমন টনি ক্রুস নেই অন‍্যদিকে এমবাপ্পে দলে একেবারে নতুন সেজন্য মানিয়ে নিতে কিছুটা সময় লাগছে। কিন্তু টনি ক্রুস এর অভাব টা কী আদেও পূরণ হবে কীনা সেটা জানা নেই। যাইহোক গতকাল রাতে রিয়াল মাদ্রিদের চতুর্থ ম‍্যাচ ছিল লীগে। এর আগের তিন ম‍্যাচে তাদের পয়েন্ট মাএ ৫। এই নিয়ে তারা টেবিলের ৫ এ নেমে গিয়েছিল। গতকাল রিয়াল মাদ্রিদ তাদের ঘরের মাঠ সান্তিয়‍্যাগো বার্নাব‍্যুতে মুখোমুখি হয়েছিল রিয়াল বেতিস এর। বাংলাদেশ সময় ম‍্যাচটা ছিল রাত দেড়টায়।


1000560772.jpg

1000560771.jpg

1000560775.jpg

1000560774.jpg


এই ম‍্যাচে কার্লো আনচেলওি বেশ কিছু পরিবর্তন নিয়ে মাঠে নামে। তবে ইঞ্জুরির কারণে জুড বেলিংহাম দলের বাইরে ছিল। রিয়াল মাদ্রিদ ৪-২-৩-১ ফর্মেশনে মাঠে নামে। অন‍্যদিকে রিয়াল বেতিস এরও ফর্মেশন ছিল ৪-২-৩-১। ম‍্যাচটা শুরু হয়। কিন্তু এইদিন রিয়াল মাদ্রিদের খেলা ছিল একেবারে জঘন্য। একের পর এক মিস পাস করছিল বল হারিয়ে ফেলছিল। সেরকম কোন আক্রমণ বিল্ড আপ করতে পারছিল না। অন‍্যদিকে রিয়াল বেতিস বেশ কিছু পজেটিভ আক্রমণ করে। ম‍্যাচের ৯ মিনিটে অসাধারণ একটা হেড দিলে সেটা অল্পের জন্য বাইরে দিয়ে যায় । অন‍্যদিনের মতো এইদিনও রিয়াল মাদ্রিদের খেলোয়ারদের মধ্যে বিশেষ করে ভিনিসিয়াস এবং এমবাপ্পের মধ্যে সেরকম কোন কম্বিনেশন হচ্ছিল না।


1000560785.jpg

1000560788.jpg

1000560787.jpg

1000560784.jpg


একেবারে গোলশূণ‍্য ড্র তে শেষ সময় প্রথমার্ধের খেলা। রিয়াল মাদ্রিদের প্রথম হাফের খেলা দেখে আমি পুরোপুরিভাবে হতাশ ছিলাম। কিন্তু দ্বিতীয়ার্ধে মাঠে নেমে বেশ গুছিয়ে খেলতে থাকে তারা। বিশেষ করে নিজেদের মধ্যে খুব দ্রুত ছোট ছোট পাস খেলে আক্রমণ বিল্ড আপ করছিল তারা। এরই ধারাবাহিকতায় ম‍্যাচের ৬৭ মিনিটে ভালভার্দের অসাধারণ এক অ‍্যাসিস্টে গোল করে কিলিয়ান এমবাপ্পে। এবং সব অপেক্ষার অবসান ঘটিয়ে লা লীগায় রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম গোলের দেখা পাই কিলিয়ান এমবাপ্পে। এরপর রিয়াল কোচ কার্লো আনচেলওি কিছু পরিবর্তন নিয়ে আসলে মাদ্রিদের খেলার ধরনে আরও পরিবর্তন আসে।


1000560793.jpg

1000560792.jpg

1000560790.jpg

1000560789.jpg


ম‍্যাচের ৭৫ মিনিটে ডিবক্সের মধ্যে ভিনিসিয়াস কে ফাউল করলে পেনাল্টি রিয়াল মাদ্রিদ। কিন্তু ভিনিসিয়াস বলটা বাড়িয়ে দেয় এমবাপ্পের দিকে। পেনাল্টি থেকে সফল স্পট কিক নিয়ে ম‍্যাচের দ্বিতীয় গোল এমবাপ্পে। রিয়াল মাদ্রিদ ২-০ গোলে এগিয়ে যায়। ম‍্যাচের বাকি সময়ে আর কোন গোল হয়নি। এই নিয়ে ৪ ম‍্যাচে ২ জয় ২ ড্র নিয়ে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৮। অন‍্যদিকে সমান ম‍্যাচে শতভাগ জয় নিয়ে টেবিল টপার বার্সেলোনার পয়েন্ট ১২। ম‍্যাচে সর্বোচ্চ রেটিং ৯ নিয়ে ম‍্যাচসেরা হয় কিলিয়ান এমবাপ্পে।



সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG-20231027-WA0008.jpg

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।


আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png


1000560764.png


Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

🌟 Welcome to my blog, বন্ধু! 👋 I'm so glad you're here. As a fellow Bangladeshi, I'm sure we'll have lots to chat about. 💬

I love how you've shared your thoughts on life and friendship 🤗. It's so true that having someone to share experiences with makes life sweeter 😊. And I'm impressed by your enthusiasm for writing and football! 🏆

As a fan of Jibanananda Das, I'm curious – what's your favorite story or poem of his? 📚 Would love to discuss it with you!

Feel free to leave a comment below and let's get the conversation started 😊. And if you haven't already, be sure to vote for the witness 'xpilar.witness' by going to https://steemitwallet.com/~witnesses – your support will help us continue to grow and improve the Steem community! 🙏

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.17
JST 0.029
BTC 69505.86
ETH 2493.71
USDT 1.00
SBD 2.54