মাদ্রিদের জার্সিতে এমবাপ্পের প্রথম হ্যাট্রিক!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
Laliga Official YouTube channel থেকে স্কিনশর্ট নেওয়া।
কিলিয়ান এমবাপ্পে যখন রিয়াল মাদ্রিদে আসে অনেকেই বলেছিল ভিনি রদ্রিগোর সাথে সে মানিয়ে নিতে পারবে না। ও নিজের স্বার্থে খেলবে। কিন্তু রিয়াল মাদ্রিদে এসে তার মানসিকতা পুরোটাই পরিবর্তন হয়ে গিয়েছে। এমবাপ্পে এখন শুধু চাই দলকে সাহায্য করতে। গতকাল রাতে রিয়াল মাদ্রিদের ম্যাচ ছিল আরেক স্প্যানিস ক্লাব রিয়াল ভাল্লাডোলিড এর সাথে।তবে রিয়াল মাদ্রিদের ম্যাচের আগে মাঠে নেমেছিল টেবিলের দ্বিতীয় অবস্থানে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদ। ঘরের মাঠে ড্র করে তারা পয়েন্ট হারিয়েছে। এবং রিয়াল মাদ্রিদের সামনে সুযোগ চলে আসে ম্যাচটা জিতে পয়েন্ট ব্যবধান বাড়িয়ে নেওয়ার। সেই লক্ষ্যে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। তবে নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে ছিল না ভিনিসিয়াস জুনিয়র।
ভিনিসিয়াস না থাকায় অন্যদের উপর কিছুটা চাপ ছিল অবশ্য। কিন্তু সেই চাপ পুরোটাই নিজের কাঁধে তুলে নেয় এমবাপ্পে। নিজেই রিয়াল মাদ্রিদ কে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়ে। এই ম্যাচে রিয়াল মাদ্রিদ মাঠে নামে ৪-২-৩-১ ফর্মেশনে অন্যদিকে প্রতিপক্ষের ফর্মেশন ছিল ৪-১-২-৩। ম্যাচ ছিল বাংলাদেশ সময় রাত ২ টাই। ম্যাচের প্রথম থেকে দুই দলই আক্রমণ প্রতি আক্রমণ করতে থাকে। ম্যাচের শুরুতেই দারুণ এক সেভ দেয় রিয়াল মাদ্রিদ গোলকিপার কর্তোয়া। এভাবেই খেলা চলতে থাকে। রিয়াল মাদ্রিদ আক্রমণে যাচ্ছিল বেশি। তবে কাঙ্ক্ষিত সেই গোল পাচ্ছিল না। ম্যাচের ৩০ মিনিটে বেলিংহাম এর অ্যাসিস্টে দারুণ এক গোল করে কিলিয়ান এমবাপ্পে। এমবাপ্পের গোলে ০-১ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।
প্রথমার্ধে আরও কিছু চেষ্টা চালালেও কোন গোল করতে পারেনি রিয়াল মাদ্রিদ। এক গোলের লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে নিজেদের আক্রমণ আরও বৃদ্ধি করে রিয়াল মাদ্রিদ। তখন প্রতিপক্ষ কিছুটা চাপে পড়ে যায়। ম্যাচের ৫৭ মিনিটে রদ্রিগোর অ্যাসিস্টে অষ্ট্রেলিয়া ফিনিশ করে কিলিয়ান এমবাপ্পে। এবং ম্যাচে নিজের দ্বিতীয় গোল করে এমবাপ্পে। এই গোলে পুরোপুরি ০-২ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। এই গোলের পরে যেন এমবাপ্পে মরিয়া হয়ে উঠে আরেকটা গোলের জন্য। কারণ সে এখন পযর্ন্ত রিয়াল মাদ্রিদের জার্সিতে হ্যাট্রিক করতে পারেনি। ম্যাচের ৯০ মিনিটে জুড বেলিংহাম কে ডিবক্সের মধ্যে ফাউল করে প্রতিপক্ষ। তবে প্রাথমিক দৃষ্টি তে রেফারি পেনাল্টি দেয় নি।
পরবর্তীতে ভিএআর চেক করে পেনাল্টি দেওয়া হয় রিয়াল মাদ্রিদ কে। পেনাল্টি থেকে গোল করে কিলিয়ান এমবাপ্পে। এই গোলে রিয়াল মাদ্রিদ জার্সিতে নিজের প্রথম হ্যাট্রিক করে এমবাপ্পে। রিয়াল মাদ্রিদ তখন ম্যাচে পুরোপুরি ০-৩ গোলে এগিয়ে। পুরোপুরি ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। ভিনির না থাকার চাপটা একেবারেই বুঝতে দেয়নি কিলিয়ান এমবাপ্পে। এই নিয়ে লা লীগায় ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। অন্য দিকে সমান ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। বার্সার অবস্থান টেবিলের তিন এ। মোটামুটি লীগটা জমে উঠেছে। লীগে এখনও প্রতিটা দলের ১৭ টা করে ম্যাচ বাকি। তবে বড় ধরনের কোন অঘটন না ঘটলে এবারেও লীগ টাইটেল রিয়াল মাদ্রিদই নেবে।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Daily task
Upvoted! Thank you for supporting witness @jswit.
প্রথম দিকে যদি ও এমবাপে নিজেকে তেমন একটা মানিয়ে নিতে পারেনি। আস্তে আস্তে তার পারফরমেন্স দেখতে পাচ্ছি। রিয়াল মাদ্রিদের জন্য ভালো একটা দিক। আশা করি সামনের ম্যাচগুলোতে রিয়াল মাদ্রিদ ধারাবাহিকভাবে জয়ের ধারা অব্যাহত রাখবে। লিগ শিরোপা জিততেই হবে।
রিয়াল ভাল্লাডোলিড এবং রিয়াল মাদ্রিদের মধ্যে হওয়া চমৎকার একটি ম্যাচের রিভিউ করেছেন। স্প্যানিশ রিয়াল ভাল্লাডোলিড এই ক্লাবটির নাম আজকে শুনলাম প্রথম। এমবাপ্পের হ্যাটট্রিক গোলে তো নাস্তারাবোধ করে দিয়েছে এই ক্লাবকে দেখতেছি।ভিনি থাকলে হয়তোবা আরও গোল হতো। অভিনন্দন জানাচ্ছি রিয়াল মাদ্রিদকে। খুবই সুন্দর করে রিভিউ করেছেন। পরবর্তী ম্যাচের রিভিউ পড়ার জন্য অপেক্ষায় রইলাম ভাই।