উয়েফা চ্যাম্পিয়ন লীগ( মাদ্রিদ ডার্বি )!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
Sony Liv চ্যানেল থেকে স্কিনশর্ট নেওয়া।
উয়েফা চ্যাম্পিয়ন লীগের নক আউট পর্বের ম্যাচ গতকাল থেকে শুরু হয়েছে। রাউন্ড অফ সিক্সটিন এর প্রথম লেগ ছিল গতকাল। রাউন্ড অফ সিক্সটিনে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ স্পেনের আরেক ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদ। অ্যাতলেটিকো মাদ্রিদের সাথে রিয়াল মাদ্রিদের হিসেব টা অনেক পুরাতন। তবে চ্যাম্পিয়ন লীগের রিয়াল মাদ্রিদ সবসময়ই আলাদা। ম্যাচ টা বাংলাদেশ সময় রাত ২ টাই। জুড বেলিংহাম স্কোয়ার্ডের বাইরে থাকাই মিডফিল্ড নিয়ে কিছুটা চিন্তা হচ্ছিল। কার্লো আনচেলওি তার দলকে মাঠে নামায় ৪-৩-৩ ফর্মেশনে। অন্যদিকে অ্যাতলেটিকো মাদ্রিদের ফর্মেশন ছিল ৪-৪-২। ইঞ্জুরি থেকে ফিরে একাদশে জায়গা পেয়েছিল ভালভার্দে। ফেদে ভালভার্দে হচ্ছে একজন অল রাউন্ডার।
আমরা মাদ্রিদ ফ্যানেরা তাকে এটাই বলি। তার ন্যাচারাল পজিশন হলো মিডফিল্ড। কিন্তু সে বতর্মানে দলের প্রয়োজনে লেফট ব্যাকে খেলছে। যাইহোক যথাসময়ে খেলা শুরু হয়। প্রথম থেকেই বল নিজেদের দখলে রাখার চেষ্টা করছিল রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৪ মিনিটে দারুণ একটা থ্রু বল দেয় ভালভার্দে। বলটা নিয়ে ডান দিকে কয়েকজন কে ড্রিবলিং করে ডিবক্সে ঢুকে যায় রদ্রিগো। এরপর অসাধারণ এক শর্টে গোল করে। ম্যাচের ৪ মিনিটেই ১-০ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। এরপর আবার খেলা শুরু হয়। যথারীতি আবারও বল নিজেদের দখলে নেয় রিয়াল মাদ্রিদ। এবং নিজেদের মধ্যে বেশ পাশ খেলছিল তারা। তবে কিছুক্ষণ পরেই রিয়াল মাদ্রিদ একের পর ভুল পাস খেলা শুরু করে। অনেক গুলো বল মিস করে মাদ্রিদ খেলোয়ারেরা।
এই সুযোগে চাপ বৃদ্ধি করে অ্যাতলেটিকো মাদ্রিদ। ম্যাচের ৩২ মিনিট তখন। নিজের একক প্রচেষ্টায় অসাধারণ এক গোল করে হুলিয়ান আলভারেজ। ম্যাচে সমতা ফিরে আসে। এরপর হাফ টাইমের আগ পযর্ন্ত বেশ আক্রমণ করে যাচ্ছিল অ্যাতলেটিকো মাদ্রিদ। একপ্রকার চাপেই পড়ে যায় রিয়াল মাদ্রিদ। শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে আবার গুছিয়ে খেলা শুরু করে রিয়াল মাদ্রিদ। তবে বল লুস কম করছিল। নিজেদের মধ্যে পাস খেলে আক্রমণে যাওয়ার চেষ্টা করছিল। ম্যাচের ৫৫ মিনিটে ডিবক্সের মধ্যে বল পেয়ে যায় ব্রাহিম দিয়াজ। এরপর নিজের পায়ের অসাধারণ শৈল্পিকতা দেখিয়ে দারুণ একটা গোল করে। আবারও ম্যাচে লিড পায় রিয়াল মাদ্রিদ। গোল পাওয়ার পর রিয়াল মাদ্রিদ খেলোয়ারেরা আক্রমণের ধারা বৃদ্ধি করে অনেক।
ম্যাচের ৯০ মিনিটে দারুণ একটা সুযোগ পেয়ে যায় রিয়াল মাদ্রিদ। তবে এমবাপ্পের বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করতে পারেনি ভিনিসিয়াস। ম্যাচের বাকি সময়ে আর কোন গোল হয়নি। ফলে ২-১ গোলে শেষ হয় ম্যাচ টা। ম্যাচে সর্বোচ্চ ৮.৫ রেটিং নিয়ে ম্যাচ সেরা হয়েছে ব্রাহিম দিয়াজ। রাউন্ড অফ সিক্সটিন এর দ্বিতীয় লেগে ১৩ তারিখে অ্যাতলেটিকোর ঘরের মাঠ মেট্রোপলিটানোতে। ম্যাচটা মোটেই সহজ হবে না রিয়াল মাদ্রিদের জন্য। যদিও এক গোলের লিডে আছে রিয়াল মাদ্রিদ। কিন্তু ওদের মাঠ থেকে ম্যাচ জিতে আসা বেশ কঠিন হবে। এখন শুধুই অপেক্ষা করতে হবে। যদিও দ্বিতীয় লেগে জুড বেলিংহাম শুরুর একাদশে ফিরবে এটা একটা স্বস্তির বিষয়। এটা মিডফিল্ডের একটা সমস্যা দূর করবে।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Daily task
Upvoted! Thank you for supporting witness @jswit.